মন্দির কমিটির সদস্য এবং পুরোহিতদের দাবি, এক্তেশ্বর শিবলিঙ্গটি প্রায় হাজার বছরের পুরনো। ফলে মানুষের ভিড়ে শিবলিঙ্গের কোন ক্ষতি না হয়, তার জন্যই বাইরে থেকে জল ঢালার ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে পুণ্যার্থীরা যাতে সেই জল ঢালা দেখতে পারেন, তার জন্য বাইরে মনিটর এর ব্যবস্থা করা হয়েছিল।
আরও পড়ুনঃ বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দুর্গাপুরে, উদ্বোধন পঞ্চায়েত মন্ত্রীর
advertisement
পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। প্রসাদ হিসেবে ছিল পরমান্ন বা পায়েস। অজয় এবং দামোদর নদী থেকে জল এনে ভক্তরা এক্তেশ্বর শিবলিঙ্গের মাথায় ঢেলেছেন। মধ্যরাত থেকেই ভক্তদের লাইন ছিল মন্দিরে। ভিড় সামাল দিতে প্রচুর পুলিশ কর্মীদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে মন্দির চত্বরে।
Nayan Ghosh
Location :
First Published :
August 08, 2022 6:37 PM IST