ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের জন্য প্ল্যান করতে গিয়ে অনেকেই নানা রকম সমস্যায় পড়েন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিকল্পনা করতে গিয়ে সময় নষ্ট হয় বেশি। তাই এক জায়গাতেই সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এই বিশেষ উদযাপনে অংশগ্রহণ করতে হলে বিশেষ প্যাকেজ নিতে হবে যুগলদের। সঙ্গে আনলিমিটেড স্ন্যাকসের জন্য আলাদাভাবে একটি প্যাকেজ নিতে হবে। দুটি আলাদা আলাদা প্যাকেজ নিতে হলেও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের জন্য এটুকু করতে কাপলরা সানন্দে রাজি। সেইসঙ্গে কাপলদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে থাকছে ককটেল শট। তবে এখানে শুধু যুগলরা নন, পরিবার এবং বাচ্চাদের নিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে। সকলের কথা ভেবেই এই বিশেষ ভ্যালেন্টাইন্স প্যাকেজ তৈরি করেছে হোটেল কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: রেলের জমিতে তৈরি বাড়ি, ভাঙার নির্দেশ আসতেই তা তুলে নিয়ে গিয়ে নিজের জমিতে বসিয়ে দিলেন মালিক!
ইতিমধ্যেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পুরো হোটেলটিকে। ভালবাসার রঙে তোলা হয়েছে গোটা চত্বর। হোটেলের পুল সাইড এরিয়ায় বিশেষ ভ্যালেন্টাইন্স ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর ভালবাসা দিবসের এই অনুষ্ঠানকে কেন্দ্র বিশেষভাবে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে কম বয়সীদের মধ্যে।
নয়ন ঘোষ