পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ইফতার পার্টি আয়োজন করেন। সেখানে সকলের সঙ্গে বসে ইফতার করেন আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা। সেখান থেকেই এলাকায় তৈরি হওয়া নতুন ফার্মার্স ক্লাবের উদ্বোধন করেন সাংসদ। এই ফার্মার্স ক্লাবের জন্যই তাঁর সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদান দেবেন বলে ঘোষণা করেন শত্রুঘ্ন।
আরও পড়ুন: রমজান মাসে বাজারে আগুন! পাল্টা বিডিও কী করলেন দেখুন
advertisement
ইফতার পার্টিতে এসে শত্রুঘ্ন সিনহা বলেন, এই শিল্পাঞ্চলে সব সম্প্রদায়ের মানুষ ভাইয়ের মত বসবাস করে। তাই এই শিল্পাঞ্চলকে বলা হয় সিটি অফ ব্রাদারহুড। যেমনভাবে রামনবমী বিভিন্ন জায়গায় হিন্দু ভাইয়েরা এবং মুসলিম ভাইয়েরা একত্রে উদযাপন করছেন, তেমনই বিভিন্ন ইফতার পার্টিতে হিন্দু ভাইয়েরা যোগদান করছেন। আসানসোলে কোনও সাম্প্রদায়িক শক্তির স্থান নেই বলেও তিনি ঘোষণা করেন। জানান সব প্রয়োজনে আসানসোলের মানুষের পাশে আছেন তিনি।
নয়ন ঘোষ