জেলার বিভিন্ন ব্যস্ততম রাস্তা এবং মোড় গুলিতে পুলিশ কর্মীরা সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের প্রচার চালাচ্ছেন। সাবধান করছেন গাড়িচালকদের। সাবধান করা হচ্ছে বাইক চালকদেরও। এদিন সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হল আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পক্ষ থেকে। চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবলপুর মোড়, দু নম্বর জাতীয় সড়ক, সবনপুর বামনা মোড় সহ পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্তের দুনম্বর জাতীয় সড়ক ডুবুরডিহি নাকা পয়েন্টের সামনে এই সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ যানজটে অতিষ্ঠ মানুষ! বিকল্প পার্কিং হবে নিয়ামতপুর বাজারে
সেখানে পথ চলতি মানুষজন ও চালকদের সচেতন করা হয়েছে। পুলিশকর্মীরা প্রচার চালাতে গিয়ে জানিয়েছেন, মোটর বাইক চালানোর সময় হেলমেটের ব্যবহার করা প্রয়োজন। চারচাকা গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার করা, গাড়ি আস্তে চালানো, মদ্যপান করে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল বা হেডফোন ব্যবহার না করা, - ইত্যাদি বিষয় বলিনি যেদিন সাবধান করা হয়েছে।
আরও পড়ুনঃ স্বাদ নিতে চান বাংলার মাটির! চলে আসুন এই স্টোরে
তাছাড়াও ট্রাফিক সিগনাল মেনে চলা, সহ ট্রাফিক নিয়ম মেনে চলাচল করার আবেদন করা হয়েছে। এদিন সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌরাঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অলোকেশ ব্যানার্জী, চৌরাঙ্গি ফাঁড়ির এস আই রূপম ব্যানার্জী সহ ফাঁড়ির পুলিশ কর্মীরা। এদিন গাড়ি চালকদের হাতে সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা নিয়ে লিফলেট বিলি করা হয়েছে।
Nayan Ghosh