গত দু'দিন ধরেই পশ্চিম বর্ধমানের বেশিরভাগ এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে। কোথাও মাঝারি মাপের তো কোথাও আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে মাঝেমধ্যেই বইছে ঝড়ো হাওয়া। এর মধ্যে পানাগড়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি। এখানে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তাতেই পূর্ব ক্যানেল পাড়ের একটি বাড়ির টালির চাল ভেঙে পড়েছে। বিপর্যয়ের সময় বাড়িতেই ছিলেন পরিবারের সদস্যরা। চাল ভেঙে পড়ার সময় কোনরকমে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে এসে প্রাণ রক্ষা করেন। এমন আবহাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে চরম বিপদে পড়েছে পরিবারটি।
advertisement
আরও পড়ুন: স্টেশনের হকার উচ্ছেদে বুলডোজার নিয়ে এসেও সফল হল না রেল, প্রবল বিক্ষোভে পিছু হটতে হল
বিপদগ্রস্ত পরিবারটির সদস্য বেবি শর্মা জানান, তাঁরা সকলেই বাড়িতে ছিলেন। বাইরে ব্যাপক বৃষ্টি পড়ছিল। তখনই হঠাৎ ভেঙে পড়ে বাড়ির চাল। কোনওক্রমে সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। চাল ভেঙে পড়ায় ঘরের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে। রান্নার বাসনপত্রও নষ্ট হয়ে যাওয়া কিছু করে খাবেন সেই উপায়ও নেই।
এই দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা পঞ্চায়েতের সদস্য ওই পরিবারটির কাছে তাঁর প্রতিনিধি পাঠিয়েছিলেন। ইতিমধ্যে সাহায্যের জন্য কাঁকসার বিডিওর কাছে আবেদন জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাড়িটির টালির চাল অনেকদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল। এবার প্রবল বৃষ্টিপাত হওয়ায় সেটি ভেঙে পড়ে।
নয়ন ঘোষ