অন্যদিকে এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। চুরির খবর পাওয়া মাত্রই পুলিশ কুকুর নিয়ে শুরু হয়েছে তল্লাশি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। অন্যদিকে দোকানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেখানেও চোরেদের কুকর্ম রেকর্ড হয়েছে। ফলে সেই সিসিটিভি ফুটেজ হাতিয়ার করে তদন্তে গতি পেতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, এদিন তিনজন চোরের একটি দল দুর্গাপুরের ওই কাপড়ের দোকানটিতে হামলা চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, দোকান থেকে চুরি গিয়েছে বেশ কিছু দামি জামাকাপড়।
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনায় রাশ টানতে হাতিয়ার 'সেফ ড্রাইভ সেভ লাইফ'
পাশাপাশি হামলা চালানো হয়েছে দোকানের ক্যাশ বাক্সতে। যদিও ঠিক কত পরিমাণ টাকার জিনিসপত্র চুরি হয়েছে, সে বিষয়ে খোলসা করতে চায় নি ওই বিপণী কর্তৃপক্ষ। তবে বেশ বড় মাপের চুরি হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, এই ঘটনার পরে দুর্গাপুর বাজারের সমস্ত ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা বলছেন, বিগত কয়েকদিনে দুর্গাপুরের স্টেশন বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনা হয়েছে। একটি খাবারের দোকান থেকে চুরি গিয়েছে বেশ কিছু জিনিসপত্র। অন্যদিকে স্টেশন বাজার থেকে একটি বাইক চুরি গিয়েছে বলে অভিযোগ। তাই ব্যবসায়ীর অবিলম্বে স্টেশন বাজার চত্বরে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন পুলিশের কাছে।
Nayan Ghosh