TRENDING:

Paschim Bardhaman News: দুর্গাপুরের বড় বস্ত্র বিপনীতে চুরি! আতঙ্কিত ব্যবসায়ীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়

Last Updated:

দুর্গাপুর স্টেশন বাজারের অভিজাত একটি বস্ত্র বিপনীতে চুরি। আর এই চুরির ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত দুর্গাপুর বাজারের ব্যবসায়ীরা। বর্তমানে তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : দুর্গাপুর স্টেশন বাজারের অভিজাত একটি বস্ত্র বিপনীতে চুরি। আর এই চুরির ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত দুর্গাপুর বাজারের ব্যবসায়ীরা। বর্তমানে তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়। অভিযোগ উঠছে, বিগত কয়েক দিনে বেশ কয়েকটি চুরির ঘটনা হয়েছে দুর্গাপুর স্টেশন বাজারে। তবে দুর্গাপুর স্টেশন বাজারের অভিজাত বস্ত্র বিপনিতে চুরির জন্য আতঙ্কিত দুর্গাপুর বাজারের ব্যবসায়ীরা। তারা দাবি তুলেছেন, অবিলম্বে স্টেশন বাজারে পুলিশি নিরাপত্তা বাড়ানো হোক।
advertisement

অন্যদিকে এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। চুরির খবর পাওয়া মাত্রই পুলিশ কুকুর নিয়ে শুরু হয়েছে তল্লাশি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। অন্যদিকে দোকানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেখানেও চোরেদের কুকর্ম রেকর্ড হয়েছে। ফলে সেই সিসিটিভি ফুটেজ হাতিয়ার করে তদন্তে গতি পেতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, এদিন তিনজন চোরের একটি দল দুর্গাপুরের ওই কাপড়ের দোকানটিতে হামলা চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, দোকান থেকে চুরি গিয়েছে বেশ কিছু দামি জামাকাপড়।

advertisement

আরও পড়ুনঃ দুর্ঘটনায় রাশ টানতে হাতিয়ার 'সেফ ড্রাইভ সেভ লাইফ'

পাশাপাশি হামলা চালানো হয়েছে দোকানের ক্যাশ বাক্সতে। যদিও ঠিক কত পরিমাণ টাকার জিনিসপত্র চুরি হয়েছে, সে বিষয়ে খোলসা করতে চায় নি ওই বিপণী কর্তৃপক্ষ। তবে বেশ বড় মাপের চুরি হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, এই ঘটনার পরে দুর্গাপুর বাজারের সমস্ত ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা বলছেন, বিগত কয়েকদিনে দুর্গাপুরের স্টেশন বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনা হয়েছে। একটি খাবারের দোকান থেকে চুরি গিয়েছে বেশ কিছু জিনিসপত্র। অন্যদিকে স্টেশন বাজার থেকে একটি বাইক চুরি গিয়েছে বলে অভিযোগ। তাই ব্যবসায়ীর অবিলম্বে স্টেশন বাজার চত্বরে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন পুলিশের কাছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: দুর্গাপুরের বড় বস্ত্র বিপনীতে চুরি! আতঙ্কিত ব্যবসায়ীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল