আরও পড়়ুন: শিশু পাচার ঠেকাতে আসরে বিচারক
আসানসোলের ডিসেরগড় এলাকার মানুষের অভিযোগ, বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজ সম্পূর্ণ না করেই চলে গিয়েছে। আর তাতেই বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে। এর ফলে সময় মতো পাচ্ছেন না পানীয় জলও। ঘটনা হল গত সপ্তাহে কালবৈশাখীর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হয় আসানসোলে। তাতে ভেঙে পড়ে একাধিক গাছ, বিদ্যুৎবাহী তারের খুঁটি। ফলে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় পানীয় জল নিয়ে সমস্যা। তারপর তিনদিন পেরিয়ে গিয়েছে, এই গরমে এখনও এসে পৌঁছল না বিদ্যুৎ সংযোগ।
advertisement
এই অবস্থায় বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কালবৈশাখীর ঝড়ের পর তাঁরা এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করলেও কানেকশন না দিয়েই চলে গিয়েছেন বলে এলাকাবাসীর দাবি। ছিঁড়ে যাওয়া তার লাগানো এবং বিদ্যুতের খুঁটির কাজ সম্পূর্ণ হলেও কানেকশন কেন দেওয়া হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। পাশাপাশি পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার জন্য আসানসোল পুরনিগমের কাছেও আবেদন জানিয়েছেন স্থানীয়রা। এই অবরোধের জেরে ব্যাপক যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নয়ন ঘোষ