আবার যে চাকরির জন্য তার হাত চলে গিয়েছিল, সেই চাকরির নিয়োগপত্র ইতিমধ্যে হাতে পেয়েছেন রেনু খাতুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে চাকরিতে রাখা হয়েছে। যদিও নার্স হিসেবে কর্মরত রেনু নিজের হারানোর পর সরকারি দফতরে নন নার্সিং স্টাফ হিসেবে চাকরি পেয়েছেন। আবার তার হাত কাটার ঘটনায় অভিযুক্ত স্বামী সহ তার শ্বশুর - শাশুড়ি এবং ভাড়াটে দুই অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ মন্দিরে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীঘরে গেল যুবক
সবমিলিয়ে নয় দিনের টানা লড়াইয়ে সফল হয়েছেন রেনু খাতুন। যুদ্ধ জয়ের হাসি নিয়ে তিনি পা বাড়িয়েছেন বাড়ির দিকে। আপাতত তার লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে উঠে কাজে যোগ দেওয়া। বাম হাত সম্বল করেই তিনি জীবনের বাকি পথ এগিয়ে যেতে চান তিনি।
আরও পড়ুনঃ দুদিনের ক্যারাম প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুরে
সেখানে যেমন সাধারণ মানুষকে তিনি সেবা দিতে চান, তেমনভাবেই অভিযুক্তদের শাস্তির দাবিতে লড়াই চালিয়ে যেতে চান সমানতালে। ভালোবেসে বিয়ে করা স্বামীর কর্মকান্ড দেখে আর শ্বশুর বাড়ির দিকে যাননি তিনি। সোজা গিয়েছেন দিদির বাড়ির পথে। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে আনন্দিত রেনু খাতুন।
Nayan Ghosh