দুর্গাপুরে যতগুলি বড় দুর্গা পুজো হয়, তার মধ্যে একটি বৌদ্ধ বিহার সর্বজনীন দুর্গাপুজো। বিগত কয়েক বছরের শহরবাসীকে থিমের চমক দেখিয়েছে এই দুর্গা পুজো কমিটি। এ বছরও উদ্যোক্তারা শহরবাসীকে নতুন থিমের স্বাদ উপহার দিতে চান। সেজন্যই এমন অভিনব ভাবনা। জানা গিয়েছে, পুরো মন্ডপ জুড়েই থাকবে ছৌ নাচ সম্পর্কিত বিভিন্ন সাজসজ্জা। একইসঙ্গে মাতৃ প্রতিমার ক্ষেত্রেও ছৌ নাচের অনেকখানি সাদৃশ্য থাকবে।
advertisement
আরও পড়ুন ঃ ৩৬ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন কোলিয়ারি আবাসন, উঠছে অভিযোগের ঝড়
স্বাভাবিকভাবেই এই পুজো যে কতটা আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। পুজোর ঢাকে কাঠি পড়েছে খুঁটি পুজোর মধ্য দিয়ে। উদ্যোক্তারা অনেকটা আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু করে দিচ্ছেন। প্রথা মেনে খুঁটি পুজোর মাধ্যমে শহরে শুরু হয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি।
যদিও এক উদ্যোক্তা জানিয়েছেন, সব থেকে বড় চমক থাকবে আলোক সজ্জায়। তিনি বলেছেন, তারা শহরে প্রথমবারের জন্য আলোক সজ্জায় নতুনত্ব আনতে চলেছেন। যদিও আলোকসজ্জা কেমন হবে, সে বিষয়ে মুখ খোলেন নি পুজো কমিটির সদস্যরা। কিন্তু তারা বলছেন, চলতি বছরে বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো দুর্গাপুরের কাছে অন্যতম আকর্ষণ হতে চলেছে। সবমিলিয়ে বাজেট রাখা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। আর পুজোর প্রায় মাস তিন বাকি থাকতেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
Nayan Ghosh