আরও পড়ুন: ধান কাটার পর জমি ফেলে না রেখে বুনে ফেলুন তৈল বীজ, হাতে আসবে উপরি টাকা
এই অভিনব পদ্ধতিতে শিক্ষাদান করতে গিয়েই দীপ নারায়ণ ‘রাস্তার মাস্টার’বলে পরিচিত হয়েছিলেন। আজ তিনিই আজ বসতে চলেছেন জগতসভার শ্রেষ্ঠ আসনে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা এই মর্মস্পর্শী শিক্ষক। জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। অভাবের সংসারে বড় হয়েছেন। কিন্তু তিনি বরাবর চেয়েছেন, আদিবাসী পরিবারের ছোট ছোট পড়ুয়ারাা যেন সঠিক শিক্ষায় বড় হয়। তাদের প্রাথমিক শিক্ষা ছাড়াও প্রয়োজন পুষ্টির। তাই তাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ারও ব্যবস্থা করেছিলেন তিনি।
advertisement
করোনার সময় স্কুল বন্ধ থাকায় নেমে এসেছিলেন রাস্তায়। ক্লাস রুমের বদলে রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পড়ুয়াদের শিক্ষাদান করেন তিনি। রাস্তার ধারে বাড়ির দেওয়ালগুলিকে সুসজ্জিত করে সেখানেই চালান পড়াশোনা পাঠ। সম্প্রতি সেই রাস্তার মাস্টারের নাম মনোনীত করা হল গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ডের জন্য। যেখানে রয়েছে মোটা মূল্যের আর্থিক পুরস্কার। গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডেরর প্রথম দশ ফাইনালিস্টের তালিকায় নাম উঠেছে দীপ নারায়ণ নায়ক।
১৩০ টি দেশের প্রতিযোগীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সেরা ১০ জনকে। সেখানেই রয়েছে বাংলার এই কৃতী শিক্ষকের নাম। এই সম্মানে ভীষণ খুশি রাস্তার মাস্টার দীপ নারায়ণ। ছেলের এমন সাফল্য দেখে খুশি তাঁর পরিবার। খুশি ছোট ছোট পড়ুয়া এবং তাদের অভিভাবকরাও।
নয়ন ঘোষ