কাবাডি ভারতের জাতীয় খেলা। সেই খেলা বর্তমানে অনেক আধুনিক রূপ পেয়েছে। তবে মাঠে-ঘাটে ক্রিকেট, ফুটবলের যে জনপ্রিয়তা রয়েছে, ততটা জনপ্রিয়তা বর্তমানে কাবাডি খেলার ক্ষেত্রে নেই। ফলে কাবাডি খেলার ওপর বিভিন্ন ছেলেমেয়েদের আকর্ষণ তৈরি করতে, বিধায়কের উদ্যোগে এই অল বেঙ্গল প্রো কাবাডি কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন - Weather Update: প্রবল ঝোড়ো হাওয়ায় তুলকালাম, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, আবহাওয়ার বড় আপডেট
advertisement
প্রসঙ্গত, শীতের মরশুম শুরু হলেই খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার যুবক-যুবতীদের আকর্ষণ বাড়াতে বিধায়করা বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করেন। যার নাম দেওয়া হয় বিধায়ক কাপ। সম্প্রতি দুর্গাপুরে ফুটবলের বিধায়ক কাপ অনুষ্ঠিত হয়েছে। এবার পাণ্ডবেশ্বরও হয়ে গেল বিধায়ক কাপ। তবে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে কাবাডির বিধায়ক কাপ আয়োজন করা হয়েছিল। সহযোগী সংস্থা হিসেবে এখানে কাজ করেছে রাঙ্গামাটি।
আরও পড়ুন - Earthquake in Nepal: গভীর রাতের ঘুম ভাঙল আতঙ্কে, প্রবল কম্পনে কাঁপল নেপাল, কাঁপল দিল্লিও
বিধায়ক কাপের উদ্বোধন করেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনে এসে এমন একটি প্রতিযোগিতার আয়োজন দেখে তিনি রীতিমতো খুশি। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সহযোগী আয়োজকদেরও। তিনি বলেছেন, আগামী দিনে আরও উচ্চতর মানের এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। কাবাডি খেলাকে আবার জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে যাওয়া হবে।
Nayan Ghosh