স্থানীয় বাসিন্দারা বলছেন, বিশ্বকর্মা পাড়া এলাকায় একটি বড় নর্দমা রয়েছে। কিন্তু ওই নর্দমা দিয়ে জল যাচ্ছে না। আবর্জনার জন্য নিকাশি ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় এলাকার নিচু অংশে জল জমে থাকছে। জল না নামার জন্য পুরো এলাকাটি জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি অনেক বাড়িতেও ঢুকে গিয়েছে। জল সবমিলিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। ঘর থেকে বাইরে বের হতে গেলেই সেই জল ডিঙিয়ে যেতে হচ্ছে তাদের। নিত্যদিনের কাজকর্ম থেকে শুরু করে, বাজারঘাট, অফিস যাওয়া – সব ক্ষেত্রেই তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
advertisement
স্থানীয়রা আরও বলছেন, এখনও বর্ষাকাল আসেনি। কালবৈশাখীর জন্য কয়েক দিন ভারী বৃষ্টিপাত হয়েছে। তাতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আর কিছুদিন পরেই বর্ষা আসবে। তখন আরও ভয়ংকর পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্বকর্মা পাড়ার বাসিন্দারা। তারা বলছেন, যদি এলাকার নিকাশি ব্যবস্থার দ্রুত উন্নতি করা না হয়, তাহলে বর্ষা ঢোকামাত্র ভোগান্তি আরও বাড়বে তাই দ্রুত এলাকার নিকাশি ব্যবস্থা উন্নতির দাবি জানিয়েছে পানাগরের বিশ্বকর্মা পাড়া।
Nayan Ghosh