TRENDING:

West Bardhaman News: ভোট গণনার দিন নিখোঁজের দেহ উদ্ধার

Last Updated:

পঞ্চায়েতের ভোট গণনার দিন নিখোঁজ হয়েছিলেন, ঠিক এক সপ্তাহের মাথায় উদ্ধার হল চাঁদ বাউরির দেহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজার করতে। সেদিন ছিল এমনই এক মঙ্গলবার, পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি চাঁদ বাউরি (৪১)। সেই ১১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর রাস্তার পাশ থেকে উদ্ধার হল তাঁর দেহ।
advertisement

আরও পড়ুন: কংগ্রেস, বিজেপির প্রতীকের ছাপমারা গোছা গোছা ব্যালট উদ্ধার বাদুড়িয়ায়

গত মঙ্গলবার সকালে বাজার করতে বেরিয়েও চাঁদ বাউরি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিজনরা। বেলা গড়িয়ে বিকেল হলেও তিনি না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথা থেকেও সন্ধান না মেলায় এরপর বুদবুদ থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। যদিও পুলিশও গত এক সপ্তাহে তাঁর সন্ধান পায়নি। তবে এদিন ওই নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হলে চাঞ্চল্য পড়ে যায় এলাকায়।

advertisement

বুদবুদ থানার পোতনা গ্রামে বাড়ি চাঁদ বাউরির। নিয়মিত বাজার করার জন্য সকালে তিনি স্থানীয় বুদবুদ বাজার যেতেন। গত ১১ জুলাই তেমন‌ই বেরিয়েছিলেন। এক সপ্তাহ পর বুদবুদের বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হল। এদিকে পঞ্চায়েত ভোটের গণনার দিন চাঁদ বাউরি নিখোঁজ হলেও তিনি কোন‌ও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: ভোট গণনার দিন নিখোঁজের দেহ উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল