প্রসঙ্গত, দুর্গাপুর ব্যারেজকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার। দুর্গাপুর ব্যারেজের দুই পাড়ে সুসজ্জিত পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ব্যারেজ মেরামতির কাজও চলছে জোরকদমে। ফলে বিগত দু'বছর ধরে দুর্গাপুর ব্যারেজে মানুষের আনাগোনা একটু কমেছে। তবে গ্রীষ্মকালের বিকেলে ব্যারেজের বালির চরে মনোরম আবহাওয়া উপভোগ করতে হাজির হন বহু মানুষ।
advertisement
আরও পড়ুন: কালভার্ট তৈরি হলেও হয়নি দু'দিকের অ্যাপ্রোচ রোড
অতিমারি পরিস্থিতির জন্য দু'বছর সেভাবে পিকনিকের আয়োজন করা হয়নি। তবে চলতি বছর যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, সেজন্য দুর্গাপুর ব্যারেজে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। বহু মানুষ পিকনিক করতে দুর্গাপুর ব্যারেজে ভিড় জমিয়েছেন। নববর্ষের দিন থেকেই দুর্গাপুর শহরের তাপমাত্রা অনেকটাই নেমেছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন থাকছে আবহাওয়া। ফলে এমন মনোরম আবহাওয়ার সঙ্গে দুর্গাপুর ব্যারেজের সৌন্দর্যকে সঙ্গী করে পিকনিকের মেজাজে মেতে উঠেছেন মানুষজন।
নয়ন ঘোষ