TRENDING:

Durgapur News : চিকিৎসার মান হবে আরও উন্নত, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক এমার্জেন্সি ওয়ার্ড

Last Updated:

আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের ভাল চিকিৎসা দিতে নতুন এমার্জেন্সি এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের জন্য সুখবর। দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হল এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড। আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের ভাল চিকিৎসা দিতে নতুন এমার্জেন্সি এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
advertisement

যেখানে পাওয়া যাবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। শীতাতাপ নিয়ন্ত্রিত এই এমার্জেন্সি ওয়ার্ডে রোগীদের আরও উন্নত মানের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডটির উদ্বোধন করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

প্রসঙ্গত, দুর্গাপুর হাসপাতালের এই নতুন এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডটি তৈরি করা হয়েছে কয়েক লক্ষ টাকা ব্যায় করে। প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে নতুন এই ওয়ার্ডটি তৈরি করার জন্য। পাশাপাশি সেখানে রাখা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আধুনিক সমস্ত সরঞ্জাম। মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা যাতে খুব সহজে এক ছাতার তলায় ভাল মানের চিকিৎসা পান, তার জন্য এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। একটি বেসরকারি সংস্থার সমাজ কল্যাণমূলক উদ্যোগে নির্মাণ করা হয়েছে নতুন এই ওয়ার্ডটি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের নতুন এই এমার্জেন্সি ওয়ার্ড সার্বিকভাবে গোটা জেলার চিকিৎসা পরিষেবার উন্নতি বলে মনে করা হচ্ছে।

advertisement

View More

এই বিষয়ে মহাকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেছেন, আগামী দিনে মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার আরও উন্নতি করা হবে। প্রাথমিকভাবে এরপর লক্ষ্য নেওয়া হয়েছে, হাসপাতালে ফিমেল ওয়ার্ডটি আরও বড় করে তোলা, অর্থাৎ সেখানে বেড সংখ্যা বাড়ানো। যা দুর্গা পুজোর আগেই আগেই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ খুব শীঘ্র সেখানে সিটি স্ক্যান পরিষেবা চালু করতে চাইছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : চিকিৎসার মান হবে আরও উন্নত, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক এমার্জেন্সি ওয়ার্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল