প্রসঙ্গত, পরপর বেশ কয়েকটি সুইসাইডাল গেম বিগত কয়েক বছর আগে সমাজে আতঙ্ক তৈরি করেছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় এই গেমের কবলে পড়ে বহু মানুষের প্রাণ গিয়েছে। যদিও পরবর্তী ক্ষেত্রে অনেকটাই সচেতন হয়েছে সমাজ। তবে আগামী দিনে যে এমন গেমের আবার ফিরে আসবে না, তার গ্যারান্টি কেউই দিতে পারছে না। আর সেজন্যই আগেভাগে মানুষজনকে সচেতন করতে সিনেমার মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ৭০ লিটার রং দিয়ে কেকে-র ৭০ ফুটের পোস্টার!
সম্প্রতি 'মোমো, দ্য সুইসাইড গেম' নামে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।আগামী ১০ ফেব্রুয়ারি এই সিনেমার প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরা। তাঁরা বলছেন, এই সিনেমা দেখলে সমাজ সচেতন হবে। পরিবার নিয়ে দেখার মত একটি সিনেমা। যে সিনেমা বিনোদনের সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবে সচেতনতার বার্তা।
নয়ন ঘোষ