West Medinipur News:  ৭০ লিটার রং দিয়ে কেকে-র ৭০ ফুটের পোস্টার!

Last Updated:

প্রয়াত সংগীতশিল্পী কেকে-কে মনে রাখতে অভিনব উদ্যোগ চিত্রশিল্পীর। ৭০ লিটার এশিয়ান পেন্টস রং ব্যবহার করে ৭০ ফুটের কেকে-র পোস্টার আঁকলেন

+
title=

পশ্চিম মেদিনীপুর: ৭০ লিটার রং দিয়ে আঁকা হল ৭০ ফুটের কেকে-র পোস্টার! সেই পোস্টার নজর কাড়ছে মেলায়। ভিড়‌ও হচ্ছে তা দেখার জন্য।
প্রয়াতের সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ বা কেকে-র পোস্টার বানিয়ে তাঁকে সম্মান জানালেন পশ্চিম মেদিনীপুরের এক শিল্পী ও তাঁর ছাত্র-ছাত্রীরা। প্রায় সাততলা বাড়ির সমান পোস্টার তৈরি করতে এক মাস সময় লেগেছে। ৭০ লিটার এশিয়ান পেন্টসের রং ব্যবহার করা হয়েছে।
শিল্পী বিমান আদক ও তাঁর ছাত্র-ছাত্রীরা এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ফুটিয়ে তুলেছেন কেকে-র মুখ। আর তা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন। এই পোস্টার নজর কাড়ছে এই নাড়াজোল মেলায়। প্রসঙ্গক্রমে বলা যায়, গত ২০২২ সালের ৩১ মে কলকাতায় এক অনুষ্ঠান চলাকালীন স্টেজেই হৃদরোগে আক্রান্ত হন কেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। তিনি তেলগু, তামিল, কন্নড়, বাংলা, হিন্দি, ওড়িয়া সহ বিভিন্ন ভাষায় জনপ্রিয় সব গান গেয়েছেন।
advertisement
advertisement
কেকে-কে এখনও ভুলতে পারেনি পশ্চিম মেদিনীপুর। তাই দাসপুর নাড়াজোলের বছর ৩০ এর শিল্পী বিমান আদক তার ছাত্রছাত্রীদের নিয়ে এই পোস্টারটি তৈরি করেন। এটি রাখা হয়েছে দাসপুরে অজিত ভুঁইয়া স্মৃতি মেলা ২০২৩ প্রাঙ্গণে। এই প্রসঙ্গে শিল্পী বিমান আদক বলেন, "বহুদিনের প্রচেষ্টা ছিল এবং কেকে-র এভাবে চলে যাওয়া নিয়ে মনে কষ্ট ছিল। তাই তাঁকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার সঙ্গে ছাত্রছাত্রীরাও এই কাজে হাত লাগিয়েছে। দীর্ঘ পরিশ্রম-প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা আমাদের হারিয়ে যাওয়া সঙ্গীতশিল্পীকে তুলে ধরতে পেরেছি।" এই মেলা চলবে আট দিন ধরে। এই পোস্টারটি সংরক্ষণ করার আবেদন জানান শিল্পী বিমান আদক।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News:  ৭০ লিটার রং দিয়ে কেকে-র ৭০ ফুটের পোস্টার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement