কিন্তু এত বিপুল টাকা কোথা থেকে পাবেন? তবে কি ছেলেটা দেখতে দেখতে চোখের সামনেই শেষ হয়ে যাবে! সেই চিন্তায়, আশঙ্কায় অনবরত কেঁদেই চলেছেন মা শুভ্রা কাঞ্জিলাল। সন্তানকে বাঁচাতে এবার বাধ্য হয়ে সকলের কাছে হাত পাতছেন। সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল বাড়ির চাল! কারণ নিয়ে তীব্র সংশয়
advertisement
ছেলের এই বিরল রোগের চিকিৎসার জন্য হয়ত পশ্চিম বর্ধমান জেলার গণ্ডি ছাড়িয়ে কলকাতা বা দিল্লিতে যেতে হবে। কিন্তু স্থায়ী আয় না থাকা কাঞ্জিলাল পরিবারের এই সমর্থ্য নেই। এতদিন তারা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ছেলের চিকিৎসা চালিয়ে এসেছেন। কিন্তু সেখানে আর কিছু হবে না বলে চিকিৎসকরাই বলে দিয়েছেন। তাই এবার আমজনতার পাশাপাশি সরকারের সাহায্য চেয়েছেন ছেলেকে সুস্থ করে তোলার জন্য। কারন, চিকিৎসক জানিয়েছেন হাতে সময় বেশি নেই। ফলে সময় নিয়ে অর্থ জোগাড় করবেন সেই উপায়ও নেই। এই পরিস্থিতিতে সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এসে দ্রুত অর্থের বন্দোবস্ত না করলে কী হবে সেই ভেবেই এক মুহূর্তের জন্য দু'চোখের পাতা এক করতে পারছেন না শুভ্রাদেবী।
নয়ন ঘোষ