অন্যদিকে এ দিন বিধায়ক কাপ দেখতে ময়দানে হাজির হন বহু মানুষ। প্রসঙ্গত, শীতকালে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। তালিকায় বাদ নেই পশ্চিম বর্ধমান জেলাও। তবে একেবারে শীতের আমেজের শুরুতেই এই বিধায়ক কাপের মাধ্যমে, শহরে খেলাধুলার মরশুম শুরু হয়ে গেল বলে অনেকেই মনে করছেন। পন্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে এদিন থেকে শুরু হয়েছে বিধায়ক কাপের ম্যাচ।
advertisement
আরও পড়ুনঃ গ্রামে যমরাজ পুজোর আয়োজন! কারণ জানলে অবাক হবেন
বিধায়ক কাপের উদ্বোধন করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির বহু নেতা, কর্মী, সমর্থকরা হাজির হয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লকেট চ্যাটার্জী। তাছাড়া উদ্বোধনের দিন এই বিধায়ক কাফের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ বাংলার পুরনো বাজনা তুলে এনে অভিনব সাজে বিসর্জনের শোভাযাত্রা দুর্গাপুরে!
এদিন বিধায়ক কাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে লকেট চ্যাটার্জি বলেছেন, স্বাস্থ্যই সম্পদ। আর খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য গড়ে ওঠে। স্বাস্থ্য রক্ষা করা যায়। তরুণ প্রজন্ম- এর অনেকেই বর্তমানে স্মার্টফোনে ঘর বন্দী হয়েছেন। এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে ফের ঘরের বাইরে মাঠে আনা যাবে। খেলাধুলার পরিবেশ তৈরি হবে। আগামী দিনে যা স্বাস্থ্য বান করে তুলবে তরুণ প্রজন্মকে। তাই বিধায়ক কাপের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
Nayan Ghosh