মাফিজা খাতুনের বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি বর্ধমানের লাকুর্ডি এলাকায়। তিনি স্বামী এবং ছয় বছরের মেয়েকে নিয়ে স্টেশনে এসেছিলেন দিদির মেয়েকে ট্রেনে তুলতে। কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। তাতে মাথায় আঘাত পান মাফিজা দেবী। আর সেই ঘটনার জেরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।
advertisement
জানা গিয়েছে, মাফিজা দেবীর ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সেও মায়ের সঙ্গে স্টেশনে গিয়েছিল। এই দুর্ঘটনায় আঘাতে ছ’বছরের এই ফুটফুটে শিশুটিও আঘাত পেয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে তার ডান পায়ে জোরালো আঘাত রয়েছে। সেই যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। বর্তমানে ওই শিশুকন্যা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীন মাফিজা দেবীর স্বামীও।
মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারের সদস্যদের সকলেই শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন। বিশেষ করে তারা ভাবছেন ছয় বছরের ওই ছোট্ট শিশুটির কি হবে? তার ভবিষ্যৎ কি হবে? মা ছাড়া এই ছোট্ট শিশুটি কীভাবে বড় হবে? হঠাৎ করে মা হারিয়ে ফেলার যন্ত্রণা সে কীভাবে সহ্য করবে? এই সমস্ত বিষয় ভেবেই অস্থির হয়ে পড়ছেন পরিবারের সদস্যরা। ছোট্ট ওই শিশুকন্যা এখনও জানে না আর কোনওদিন তার সঙ্গে মায়ের দেখা হবে না। যে ঘটনা নিয়ে ভাবলেই পরিবারের সদস্যদের চোখে জল আসছে।
নয়ন ঘোষ