জানা গিয়েছে, কাঁকসা থানার পুলিশের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া লরিটি। লরি চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম ইজাজুল আনসারি। ধৃত যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায়।
আরও পড়ুনঃ সমবায় সমিতির নির্বাচনে চলল গুলি! কোথায় ঘটেছে এমন কাণ্ড? জানুন
advertisement
কাঁকসা পুলিশ জানিয়েছে, গভীর রাত্রে পানাগরের দার্জিলিং মোড়ে একটি লরি দীর্ঘক্ষন ধরে বন্ধ অবস্থায় দাঁড়িয়েছিল। কিন্তু লরির চালক, দীর্ঘক্ষণ চেষ্টা করেও লরিটিকে স্টার্ট করতে পারছিলেন না। এরপরই কাঁকসা থানার টহলরত ভ্যানের পুলিশ কর্মীরা লরির চালককে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার সময়, পুলিশকে দেখে লরির চালক পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে ওই লরি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে লরিটিকে পুরসা এলাকা থেকে চুরি করে নিয়ে পানাগড়ে বিক্রি করার চেষ্টা করেছিল। তারপরই পুলিশ ওই লরির চালককে গ্রেফতার করে, এবং লরির মালিককে খবর দেওয়া হয়।
এ দিন সকালে চুরি হওয়া লরির মালিক কাঁকসা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তৎপরতায় লরি ফিরে পেয়ে কাঁকসা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লরির মালিক শেখ জৈকত।
Nayan Ghosh