আরও পড়ুন: ভয়ঙ্কর! লকডাউনে খুন স্ত্রীকে, দেহ সেপটিক ট্যাঙ্কে! ৩ বছর পর স্বীকার স্বামীর
এর আগেও একবার জলের সমস্যা নিয়ে মেয়রের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। জামুরিয়া আসানসোল পুরনিগমের অধীনস্থ। কিন্তু খনি অঞ্চল হওয়ায় সেখানে জলাভাব তীব্র। বর্ষা সময় এসে গেলেও এখনও পর্যন্ত বিশেষ বৃষ্টিও হয়নি জেলায়। ফলে জলের সমস্যা বেড়েছে। এই পরিস্থিতিতে মেয়রের সঙ্গে দেখা করে বিধায় হরেরাম সিং জামুড়িয়ায় জলের সরবরাহ বাড়ানোর আবেদন জানান।
advertisement
জামুড়িয়ার জল সঙ্কট প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, ইতিমধ্যেই জামুড়িয়া এলাকায় জলসঙ্কট মেটানোর চেষ্টা করছে পুরনিগম। প্রথমার্ধের কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে। পাশাপাশি দ্বিতীয় ফেজের কাজও শুরু হবে দ্রুত। একইসঙ্গে হবে পাইপ লাইনের কাজ। সেগুলি সম্পন্ন হলেই বিধানসভার অন্তর্গত যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। মেয়র এবং বিধায়কেরর এই উদ্যোগ দেখে স্থানীয় মানুষজনের আশা, খুব শীঘ্রই তাঁদের পানীয় জলের সমস্যা থেকে মুক্তি মিলবে।
নয়ন ঘোষ