তাছাড়াও ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং সহ বিশিষ্টরা। এই অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেছেন, এই জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে সালানপুর ব্লকের প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুনঃ অনুব্রতর জন্য নিরাপত্তার বজ্রআঁটুনি আসানসোল সিবিআই আদালতে
advertisement
খুবই শীঘ্রই তার কাজ শুরু হবে। ইতিমধ্যেই প্রকল্পের কাজের শিলান্যাস করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। তারপর জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল। সম্পূর্ণ বিনামূল্যে এই পানীয় জল পৌঁছে দেওয়া হবে প্রত্যেক বাড়িতে।
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে গোপালপুরের গোপাল ঠাকুরের রাতভর পুজো পাঠ
তার ফলে এতদিন যে জল কষ্টের অভিযোগ উঠত, তা আর থাকবে না। প্রত্যেক মানুষই বিনামূল্যে পানীয় জল পাবেন। ফলে জল বয়ে আনার জন্য মানুষকে আর কষ্ট করতে হবে না। পাশাপাশি পরিশ্রুত পানীয় জল না পাওয়ার কারণে যে সমস্ত রোগের আশঙ্কা থাকত, সেই সমস্ত আশঙ্কাও দূর হবে। জল স্বপ্ন প্রকল্প বাস্তবায়ন করতে প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।
Nayan Ghosh