TRENDING:

West Bardhaman News: আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর! হাসপাতালে তৈরি হল ভেষজ বাগান

Last Updated:

মানকর হাসপাতালে তৈরি হল ভেষজ উদ্ভিদের বাগান। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়, পশ্চিম বর্ধমান : আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর দিতে চাইছে রাজ্যের স্বাস্থ্য দফতর। হাসপাতালে তৈরি হল ভেষজ উদ্ভিদের বাগান। হাসপাতালে রোপন করা হল একাধিক ভেষজ উদ্ভিদ। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। চিন্তা ভাবনা রয়েছে, আগামী দিনে আয়ুর্বেদিক চিকিৎসার ওপর জোর দেওয়া হবে। কারণ বর্তমানে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন মানুষজন।
advertisement

অন্যদিকে সেই সমস্ত রোগের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা অনেকখানি কার্যকরী। তাই আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। এদিন মানকর হাসপাতালে নানা ধরনের ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদের চারা রোপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে ঘৃতকুমারী, এলাচ, লবঙ্গ, বাসক, তুলসীর মতো বিভিন্ন গাছ।

আরও পড়ুন ঃ ট্রাফিক আইন ভাঙায় লরিকে জরিমানা করতেই ভাগ্য খুলে গেল মালিকের!

advertisement

হাসপাতালের সুপার জানিয়েছেন, দুটি লক্ষ্য নিয়ে এই বাগান তৈরি করা হচ্ছে। প্রথমত ভেষজ উদ্ভিদের মধ্যে দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর দেওয়া। অন্যদিকে এই বৃক্ষরোপনের মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও সবুজ গড়ে তোলা। কারণ বৃক্ষরোপণ এই মুহূর্তে অতি প্রয়োজনীয় একটি বিষয়।

View More

মানকর হাসপাতালের হোমিওপ্যাথি মেডিকেল অফিসার জানিয়েছেন, আয়ুর্বেদিক চিকিৎসার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত মিলেছে। তারপরেই জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আশা, আগামী কয়েক বছরের মধ্যে এই ভেষজ উদ্ভিদের বাগান আরও পরিপূর্ণ হয়ে উঠবে।

advertisement

আরও পড়ুন ঃ ডেঙ্গি নিয়ে বিশেষ বৈঠক! আগাম সতর্কতা অবলম্বন করে তৈরি নয়া কর্মসূচী

বাগান পরিপূর্ণ হয়ে উঠলে তার মধ্যে দিয়ে হাসপাতালে আসা রোগীদের আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর দেওয়া যাবে। পাশাপাশি প্রাচীনকালে যে আয়ুর্বেদিক চিকিৎসা গুলির মধ্যে দিয়ে মানুষকে সুস্থ করে তোলা যেত, সেই বিষয়গুলি নিয়ে মানুষকে আবার অবগত করানো যাবে। তাই হাসপাতালের ভেতরেই তৈরি হচ্ছে ভেষজ উদ্ভিদের বাগান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর! হাসপাতালে তৈরি হল ভেষজ বাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল