Paschim Bardhaman News: ডেঙ্গি নিয়ে বিশেষ বৈঠক! আগাম সতর্কতা অবলম্বন করে তৈরি নয়া কর্মসূচী
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
Paschim Bardhaman News: বিগত কয়েকদিন আগে রাজ্যে হু হু করে বাড়ছিল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দুর্গাপুরে হঠাৎ করে বেড়ে যাওয়া ডেঙ্গি সংক্রমণ রীতিমতো জেলা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছিল।
আসানসোল: ডেঙ্গি পরিস্থিতি যেন হাতের বাইরে চলে না যায়। তাই আগেভাগেই সতর্ক হয়ে যাচ্ছে আসানসোল পুরনিগম। ডেঙ্গি দমন করতে কাউন্সিলরদের নিয়ে একটি বিশেষ বৈঠক হল আসানসোলে। শহরে ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয়েছে বিশেষ রূপরেখা। বিশেষ করে জোর দেওয়া হয়েছে স্বচ্ছতার দিকে। একই সঙ্গে জমা জল যাতে কোথাও না থাকে, সে দিকে নজর দিতে বলা হয়েছে জন প্রতিনিধিদের। পাশাপাশি সাধারণ মানুষকে জমা জল থেকে দূরে থাকার জন্য সচেতন করার কর্মসূচিও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্ষার মরশুম চলছে। বিভিন্ন জায়গাতেই জল জমতে দেখা যাচ্ছে। আর সেই জমা জলে জন্ম নিচ্ছে ডেঙ্গি মশার লার্ভা। যা থেকে ছড়াচ্ছে বিপদ। বিগত কয়েকদিন আগে রাজ্যে হু হু করে বাড়ছিল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দুর্গাপুরে হঠাৎ করে বেড়ে যাওয়া ডেঙ্গি সংক্রমণ রীতিমতো জেলা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছিল। ডেঙ্গি দমন করতে দুর্গাপুর পৌরসভাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তেমন পরিস্থিতি যাতে আসানসোল পুরনিগম এলাকায় সৃষ্টি না হয়, সেজন্যই কাউন্সিলরদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জোর দিতে বলা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে।
advertisement
advertisement
যদিও বর্তমানে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। রাজ্য সরকার ডেঙ্গি দমনের জন্য সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক করেছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে পৌরসভাগুলিকে। অন্য দিকে পুর ও নগর উন্নয়ন দফতরের বিশেষ নজর রয়েছে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য। তবে যেহেতু বর্ষা এখনও বাকি রয়েছে, তাই ডেঙ্গির আতঙ্ক থাকছে। সেজন্যই সতর্কতামূলক সমস্ত পদক্ষেপ করে রাখতে চাইছে আসানসোল পৌরনিগম। একই সঙ্গে সক্রিয় থাকতে বলা হচ্ছে জনপ্রতিনিধিদের। সচেতন হতে অনুরোধ করা হচ্ছে শহরবাসীকে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2023 4:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ডেঙ্গি নিয়ে বিশেষ বৈঠক! আগাম সতর্কতা অবলম্বন করে তৈরি নয়া কর্মসূচী






