TRENDING:

Paschim Bardhaman News: নিজের বাড়ি নির্মাণই অবৈধ! অকপট স্বীকারোক্তি মালিকের

Last Updated:

বাড়ি নির্মাণ হয়েছে অবৈধভাবে, সংবাদমাধ্যমের সামনে অকপটে মেনে নিলেন অভিযুক্ত বাড়ির মালিক। অভিযোগ তুলে বললেন, আশপাশে আরও বেশ কয়েকটি বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : বাড়ি নির্মাণ হয়েছে অবৈধভাবে, সংবাদমাধ্যমের সামনে অকপটে মেনে নিলেন অভিযুক্ত বাড়ির মালিক। অভিযোগ তুলে বললেন, আশপাশে আরও বেশ কয়েকটি বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। সেজন্যই তিনিও বাড়ি করছেন অবৈধভাবেই। তাই যদি তার বাড়ির নির্মাণ কাজ বন্ধ করতে হয়, তাহলে অবৈধভাবে চলা অন্যান্য বাড়িগুলি নির্মাণ কাজও বন্ধ করতে হবে। আসানসোলের লছিপুর দিশা নিষিদ্ধপল্লীর ঘটনা। সেখানে অবৈধভাবে বাড়ি নির্মাণের খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আসানসোল পৌরসভার আধিকারিকরা।
advertisement

এলাকা পরিদর্শনের পর অবৈধভাবে নির্মাণ চলা ওই বাড়িটির কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। তারপরেই বাড়ি মালিক জানিয়েছেন, আশপাশেও বেশ কয়েকটি বাড়ি অবৈধভাবে নির্মিত হয়েছে। পাশাপাশি তার বাড়িত তৈরিতেও যে কোনরকম নিয়ম না মেনে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, সে কোথাও মেনে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোয় শুধুই শূন্যতা বার্নপুরের বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড-এ

advertisement

স্বপক্ষে বলতে গিয়ে বাড়ি মালিক হাসিবুল মোল্লা জানিয়েছেন, তার বাড়িটিতে আগে টালির ছাদ ছিল। সেই ছাদ তিনি ঢালাই করছিলেন। তবে পুরসভার নির্দেশে এই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। যদিও সংবাদ মাধ্যমের সামনে বাড়ি মালিকের অবৈধ এই স্বীকারোক্তিতে কিছুটা বেকায়দায় পড়েছে পুর প্রশাসন। কারণ অভিযুক্ত বাড়ির মালিক অভিযোগ করেছেন, লছিপুর দিশা নিষিদ্ধ পল্লীতে অবৈধভাবে আরও বেশ কয়েকটি নির্মাণ কাজ চলছে।

advertisement

View More

আরও পড়ুনঃ ঠিক পুজোর আগেই বন্ধ পাথর খাদান! ব্যাপক চিন্তায় শ্রমিকরা

উল্লেখ্য কয়েক মাস আগেও এই নিষিদ্ধপল্লীতে অবৈধভাবে নির্মাণ কাজ চলার খবর সামনে আসে। সে সময় বোরো আধিকারিকরা গিয়ে নির্মাণ কাজ বন্ধ করান। সেই ঘটনার কয়েক মাসের মধ্যে ফের অবৈধ নির্মাণ কাজ চলছিল দিশা নিষিদ্ধ পল্লীতে। যা এদিন আসানসোল পুরসভার আধিকারিকরা পরিদর্শনে গিয়ে বন্ধ করেছেন। তবে অভিযুক্ত মালিকের স্বীকারোক্তিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: নিজের বাড়ি নির্মাণই অবৈধ! অকপট স্বীকারোক্তি মালিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল