এই ঘটনায় ৯ জন দর্শক আহত হয়েছেন। আঘাত পেয়েছেন বাইক চালকও। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: আগুন কেড়ে নিল মেয়ের বিয়ের টাকা, রিক্সাচালক বাবা আজ সর্বহারা
সালানপুরের অন্যতম বড় মেলা হল এই মুক্তাইচন্ডি মেলা। আর সেই মেলায় রবিবার রাতে 'মত কি কুয়া'-র খেলা চলাকালীন দুর্ঘটনা ঘটে। পুলিশ ও মেলা কমিটির উদ্যোগে আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা করা হচ্ছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার মেলায় প্রচুর ভিড় হয়েছিল। 'মত কি কুয়া'-র শো দেখার জন্য বহু মানুষ হাজির হয়েছিলেন। তখনই আচমকা এই দুর্ঘটনা ঘটে। দর্শক আসনে ছিটকে এসে পড়া বাইকের আঘাতে আহত দর্শকদের মধ্যে এক মহিলা ও এক শিশুও আছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পরই মেলায় বড় নাগরদোলা ও মত কি কুয়া-র শো বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement