TRENDING:

West Bardhaman News: ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে টাকা ছিনতাই! নতুন প্রতারণা চক্রের হদিশ

Last Updated:

ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে রানিগঞ্জের এক ইসিএল কর্মীকে প্রতারণা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: অভিনব প্রতারণার শিকার হলেন রানিগঞ্জের এক খনি কর্মী। নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার বলে পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গোয়ালা পাশি নামে ওই খনি কর্মীর থেকে হাতিয়ে নিল টাকা।
advertisement

এই চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায়। প্রতারিত গোয়ালা পাশি ইসিএলে চাকরি করেন। জানা গিয়েছে, ইসিএলের কুনুস্তোড়িয়া কোলিয়ারির কর্মী গোয়ালা পাশি। মঙ্গলবার ব্যক্তিগত দরকারে রানিগঞ্জ পাঞ্জাবি মোড়ের এসবিআই ব্যাঙ্কের শাখা থেকে ৩০ হাজার টাকা তোলেন তিনি। সেই টাকা নিয়ে যখন বাড়ির দিকে আসছিলেন তখনই এক মাঝ বয়সী যুবক এসে নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার বলে পরিচয় দেয়। এরপরই জানাই তার সঙ্গে গেলে সেই প্রিমিয়াম কম পড়বে।

advertisement

আরও পড়ুন: মারণ গেমের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে তৈরি হল সিনেমা

জানা গিয়েছে, ওই খনি কর্মী সেই যুবকের কথা বিশ্বাস করে তার বাইকে করে ব্যাঙ্ক থেকে কিছুটা দূরে নির্জন এলাকায় গিয়ে পৌঁছন। এরপর‌ই নিচে পাসবুক পড়ে গিয়েছে সেই কথা বলে ওই অজ্ঞাত পরিচয় যুবক গোপাল পাশিকে বিভ্রান্ত করে। ওই ব্যক্তি নিচের দিকে ঝুঁকতেই তার হাত থেকে টাকার বান্ডিল কেড়ে নিয়ে ওই প্রতারক পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান ঐ খনি কর্মী। এরপর তিনি রানিগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। গোপাল পাশি পুলিশকে জানান, তাঁর কাছ থেকে নগদ ৩০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে পাণ্ডবেশ্বরের দিকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে চড়ে চম্পট দেয় ওই প্রতারক।

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে টাকা ছিনতাই! নতুন প্রতারণা চক্রের হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল