West Bardhaman News: মারণ গেমের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে তৈরি হল সিনেমা

Last Updated:

অনলাইন মারণ গেমের থাবা থেকে সমাজকে বাঁচাতে তৈরি হল সিনেমা

+
title=

পশ্চিম বর্ধমান: কয়েক বছর আগে মারণ গেম ব্লু হোয়েলের কবলে পড়েছিল সমাজ। এই ভয়ঙ্কর অনলাইন গেমে আসক্ত হয়ে অকালে ঝড়ে গিয়েছিল বেশ কিছু তরতাজা প্রাণ। ব্লু হোয়েলের পর মোমো নামের আর একটি সুইসাইডাল গেম রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল সমাজে। আর সেই গেম থেকে শিক্ষা নিয়ে মানুষকে সচেতন করতে এবার তৈরি হল সিনেমা। ইতিমধ্যেই 'মোমো, দ্য সুইসাইড গেম' নামে একটি সিনেমা তৈরির কাজ শেষ হয়েছে। সম্প্রতি সেই সিনেমার ট্রেলার লঞ্চ হল আসানসোলে। তরুণ-তরুণীরা ছাড়াও অভিভাবক এবং গেমে আসক্তদের সচেতন করতে এই চলচ্চিত্র তৈরি করা হয়েছে বলে জানান পরিচালক থেকে সিনেমার কলাকুশলী সকলে।
প্রসঙ্গত, পরপর বেশ কয়েকটি সুইসাইডাল গেম বিগত কয়েক বছর আগে সমাজে আতঙ্ক তৈরি করেছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় এই গেমের কবলে পড়ে বহু মানুষের প্রাণ গিয়েছে। যদিও পরবর্তী ক্ষেত্রে অনেকটাই সচেতন হয়েছে সমাজ। তবে আগামী দিনে যে এমন গেমের আবার ফিরে আসবে না, তার গ্যারান্টি কেউই দিতে পারছে না। আর সেজন্যই আগেভাগে মানুষজনকে সচেতন করতে সিনেমার মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
advertisement
advertisement
সম্প্রতি 'মোমো, দ্য সুইসাইড গেম' নামে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।আগামী ১০ ফেব্রুয়ারি এই সিনেমার প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরা। তাঁরা বলছেন, এই সিনেমা দেখলে সমাজ সচেতন হবে। পরিবার নিয়ে দেখার মত একটি সিনেমা। যে সিনেমা বিনোদনের সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবে সচেতনতার বার্তা।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মারণ গেমের থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে তৈরি হল সিনেমা
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement