সূত্রের খবর, পানাগর ঢোকার মুখে হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসের চাকায় হঠাৎই আগুন লাগে। আরপিএফ ও রেলকর্মীরা এসে আগুন নেভায়। প্রায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল দুরন্ত এক্সপ্রেস। নটা কুড়ি নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে। আগুন নেবার পর ট্রেন গন্তব্যের উদ্দেে রওনা দেয়।
advertisement
কোচের ব্রেক বাইন্ডিং-এ আগুন ধরে যায় বলেই রেল সূত্রে জানা যাচ্ছে। রেলের আধিকারিকেরা সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর দুরন্ত এক্সপ্রেস রওনা দেয় দিল্লির উদ্দেশে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 1:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : সাতসকালে ভয়ঙ্কর বিপদ! দুরন্ত এক্সপ্রেসে আগুন, সর্বনাশ কাণ্ড... এখন কী অবস্থা?