TRENDING:

West Bardhaman News: ব্যস্ত স্টেশনে সাতসকালে বিধ্বংসী আগুন! দেরি হল দমকলের, আতঙ্কে কাঁপছেন যাত্রীরা

Last Updated:

West Bardhaman News: আসানসোল থেকে কুলটিতে আসতে দমকলের ইঞ্জিনটির বেশ কিছুটা সময় লাগে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: সাত সকালে ব্যস্ত স্টেশনে বড়সড় আগুন। বরাত জোরে প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা। কুলটি স্টেশনে শনিবার সকালে অগ্নিকাণ্ড। যদিও তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় যাত্রীদের। ফলে কেউ আহত হননি। কিন্তু দাউদাউ করে জ্বলতে থাকা আগুন যাত্রীদের মনে ভয় ধরিয়েছে। আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছে রেলকর্মী থেকে দমকল কর্মী সকলকে।
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালের দিকে প্রথমে কুলটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের নীচে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে। আগুনের শিখা ফুট ওভারব্রিজ পর্যন্ত উঠে যায়। তৎক্ষণাৎ সেখানে ছুটে আসেন রেলকর্মী এবং রেল পুলিশের কর্মীরা। প্রথমে যাত্রীদের স্টেশনের ওই প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ।

advertisement

আরও পড়ুন: হুহু করে নামছে তাপমাত্রা, দার্জিলিং-কালিম্পংয়ে কত ঠান্ডা জানেন? পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে জানুন

স্থানীয় যাত্রী এবং রেল কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।অন্যদিকে খবর দেওয়া হয় দমকলে। আসানসোল থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। অন্যদিকে পিডব্লিউডি-র একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আসানসোল থেকে কুলটিতে আসতে দমকলের ইঞ্জিনটির বেশ কিছুটা সময় লাগে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে।

advertisement

View More

কোনও যাত্রী আহত না হলেও দাউদাউ করে জ্বলতে থাকা আগুন যাত্রীদের মনে আতঙ্কের সৃষ্টি করে। অনেকেই বলেন, ঠিক সময়ে আগুন নজরে না এলে আরও বড় আকার ধারণ করতে পারত। বড়সড় বিপদ হতে পারত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যদিও ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ব্যস্ত স্টেশনে সাতসকালে বিধ্বংসী আগুন! দেরি হল দমকলের, আতঙ্কে কাঁপছেন যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল