কাতারে বিশ্বকাপ দেখতে যখন বিভিন্ন দেশ থেকে মানুষকে ভিড় করছেন, তখন শহরের মানুষ ভিড় করছেন দুর্গাপুরের মামরা বাজারের এই মিষ্টির দোকানে। যেখানে পায়ে ফুটবল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন 'মিষ্টি মেসি'। মিষ্টি ব্যবসায়ী এক নিতান্ত সাধারণ মিষ্টির দোকান। যেখানে একাধিক মিষ্টির সম্ভার রয়েছে এই দোকানে। তবে বর্তমানে মিষ্টি কেনার থেকে মিষ্টি দেখতে ভিড় হচ্ছে বেশি। সৌজন্যে লিওনেল মেসি।
advertisement
এই বিষয়ে মিষ্টির দোকানের কর্ণধার দেবাশীষ ঘোষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনা তুঙ্গে। তিনিও একজন ফুটবলপ্রেমী। তাই তিনি মেসির একটি মূর্তি বানিয়েছেন। খোওয়া, চিনি এবং ফুড কালার ব্যবহার করা হয়েছে 'মিষ্টি মেসি' তৈরি করতে। এই মিষ্টির দাম রাখা হয়েছে ৫০০০ টাকা।
আরও পড়ুনঃ 'মেসির গায়ে হাত দিলে দেখে নেব', মেক্সিকান বক্সারকে হুমকি মাইক টাইসনের
আগামীদিনে অন্য ফুটবলারদের নিয়েও মিষ্টি মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি বিশ্বকাপের তথা কথিত দুটি বড় দল, আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকার রং নিয়ে রসগোল্লা তৈরির পরিকল্পনাও করেছেন তিনি। যাতে করে আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার বিভিন্ন মুহূর্ত উদযাপন করতে পারেন, সেজন্য নীল সাদা এবং হলুদ সবুজ রসগোল্লা তৈরীর পরিকল্পনা রয়েছে দেবাশিস ঘোষ।
Nayan Ghosh