আরও পড়ুন: আতঙ্ক সঙ্গে নিয়ে চলছে ঝুঁকির যাতায়াত
পার্কিং সমস্যা দূর করতে রানিগঞ্জে শুরু হয়েছে একটি পার্কিং প্লেস তৈরির কাজ। পিডব্লিউডির ফাঁকা পড়ে থাকা জমিতে তৈরি করা হচ্ছে নতুন পার্কিং। এতদিন যানজটের জন্য অনেকেই রানিগঞ্জ বাজার এড়িয়ে যাচ্ছিলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। সেই আবেদনের ভিত্তিতেই মিটতে চলেছে পার্কিং সমস্যা।
advertisement
উল্লেখ্য, ২০২২ সালে মুখ্যমন্ত্রী যখন জেলায় প্রশাসনিক বৈঠক করেছিলেন, তখন তাঁর কাছে একটি পার্কিং প্লেস তৈরির আবেদন জানিয়েছিলেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া। তিনি বলেছিলেন, যদি রানিগঞ্জ বাজারে একটি পার্কিং তৈরি করে দেওয়া যায় তাহলে তা শহরবাসীর জন্য যথেষ্ট সুবিধাজনক হবে।
সেই বৈঠকেই তিনি মুখ্যমন্ত্রীকে পিডব্লিউডির ফাঁকা পড়ে থাকা জমির কথাও বলেছিলে। তখন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, জমি দেওয়া হবে। কিন্তু সেই পার্কিং মেনটেনেন্স করতে হবে চেম্বার অফ কমার্সকে। যাতে সম্মতি জানিয়েছিল চেম্বার অফ কমার্স। অবশেষে পুজোর আগে শুরু হল নতুন পার্কিং তৈরির কাজ।
রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া বলেছেন, বাজার এলাকায় পার্কিংয়ের সমস্যা আছে। মুখ্যমন্ত্রী নির্দেশে পিডব্লুডি’র ফাঁকা জায়গায় পার্কিং প্লেস তৈরির কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
নয়ন ঘোষ





