উল্লেখ্য, দূষণ রোধ করতে প্রত্যেক বছরই নিরঞ্জন পর্ব শেষ হতেই দুর্গাপুর পৌরসভা নদী ঘাট এবং জলাশয় গুলি পরিষ্কার করার কাজ শুরু করে। এবারও তার অন্যথা হয়নি। দশমীতে নিরঞ্জন পর্ব শুরু হওয়ার পর দিন থেকেই পুরসভার কর্মীরা সক্রিয় হয়েছিলেন জলাশয় গুলি পরিষ্কার করার জন্য। তারপর তারপর শহর জুড়ে হওয়া কয়েকশো দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জন করা হয়েছে দামোদরের বিভিন্ন ঘাট গুলিতে এবং শহরের বিভিন্ন ছোট বড় জলাশয় গুলিতে।
advertisement
আরও পড়ুনঃ ঠাকুর যাবে বিসর্জনে! মনখারাপ আর সিঁদুর রঙে দেবীকে বিদায়
স্বাভাবিকভাবেই নিরঞ্জন পর্ব চলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর পৌরসভার কর্মীরা জোড়কদমে চালিয়ে গিয়েছেন ঘাটগুলি পরিষ্কার করার কাজ। তাছাড়াও লক্ষ্মী পুজোর আগে এবং লক্ষ্মী পুজোর পর প্রচুর পরিমাণ প্রতিমা নিরঞ্জন করা হয়। ফলে নদীঘাট এবং জলাশয় গুলি পরিষ্কার করার জন্য সক্রিয় রয়েছেন দুর্গাপুর পৌরসভার কর্মীরা।
Nayan Ghosh