তারপর থেকে প্রায় নষ্ট হতে বসেছিল তার একটি পা। চোখের সামনে একটি অবলা জীবকে এইভাবে কষ্ট পেতে দেখে চুপ থাকতে পারেননি দুর্গাপুর বাজারের ব্যবসায়ীরা। তাই ওই ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা করেন তারা। দেড় মাস ধরে লাগাতার চলেছে চিকিৎসা এবং সেবা। আপাতত কিছুটা সুস্থ হয়ে উঠেছে আহত ওই ষাঁড়টি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ ধর্মের ষাঁড়'কে সুস্থ করে তুলতে চিকিৎসা করালেন দুর্গাপুর স্টেশন বাজারের ব্যাবসায়ীরা।
advertisement
আরও পড়ুনঃ রোগীর মৃত্যুতে ক্ষতিপূরণের আশ্বাসে উঠল হাসপাতালের বিক্ষোভ
ষাঁড়ের গুঁতো খাওয়ার ক্ষোভ ও অভিমান ভুলে মানবিকতার নজির নিয়ে এগিয়ে এসেছেন ওই ব্যাবসায়ীরা। পশু বিশেষজ্ঞ দ্বারা এদিন জখম ষাঁড়ের চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসা করানোর উদ্যোক্তা ব্যবসায়ী কার্তিক ভদ্র জানিয়েছেন, দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে ওই ষাঁড়টি দীর্ঘদিন ধরে থাকে। প্রায় দেড় মাস আগে ষাঁড়টি ডান দিকের পেছন পায়ের ওপর দিয়ে একটি ডাম্পার চলে যায়। গুরুতর জখম হয় ষাঁড়টি।
আরও পড়ুনঃ রোগী মৃত্যুতে ধুন্ধুমার হাসপাতালে! পরিস্থিতি সামলাতে কমব্যাট ফোর্স
রক্তাক্ত অবস্থায় ষাঁড়টি নজরে পড়লে, চিকিৎসক নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়। ওই দেড় মাস ধরে মেডিসিন ও ইনজেকশন চলছে ষাঁড়টির। উল্লেখ্য, ওই বাজার এলাকায় একাধিক ষাঁড় রয়েছে। ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ ব্যাবসায়ীরা। ষাঁড়ের গুঁতো খেয়ে অনেক ব্যাবসায়ী জখম হয়েছেন। তারপরেও মানবিক মুখ দেখা গেল ওই বাজার এলাকার ব্যাবসায়ীদের মধ্যে।
Nayan Ghosh





