ওই ক্লাব কেবল থিমের কালী পুজোতেই হিট নই, সামাজিক কার্যকলাপেও নজির গড়েছে ক্লাব কমিটির সদস্যরা। ২০০৪ সালে প্রথম কালী পুজো শুরু করেন এই ক্লাবের সদস্যরা। প্রথম এলাকায় গণ ভাইফোঁটা করে নজীর গড়েন তাঁরা। আজও সেই রীতি বজায় রেখেছেন তাঁরা। পাশাপাশি দুঃস্থ বৃদ্ধ - বৃদ্ধাদের নিয়ে দুর্গাপুরের বিগ বাজেটের মণ্ডপ দর্শনও প্রথম শুরু করে এই ক্লাব। পুজো কমিটির এক সদস্য মহাদেব রায় বলেন, আদী কালে শ্রমিকরা পিঠে মাথায় করে পাথর বা গাছ বহন করত।
advertisement
আরও পড়ুনঃ জেলায় ডেঙ্গি আক্রান্ত ২৩০-এর বেশি! চিন্তায় জেলা প্রশাসন
তবে এখন সব কাজই প্রায় হয়ে যায় মেশিন দিয়েই। তাই আধুনিক যুগে দাড়িয়ে স্থাপত্যের আদি যুগকে তুলে ধরা হয়েছে। মণ্ডপ সজ্জায় যেমন দর্শনার্থীরা আদী যুগের পরিবেশ দেখতে পারবেন, তেমনই স্থাপত্যের আদী যুগের প্রতীমা দর্শনেরও সুযোগ পাবেন। কারণ স্থাপত্যের আদী যুগের মতো পাথরের মূর্তিই রয়েছে মন্ডপে। ইতিহাসকে অনেকেই ভুলে যাচ্ছেন, তাই সে কথাকে মাথায় রেখেই এবছরের থিম স্থাপত্যের আদী যুগ। পুজোর বাজেট সাত লক্ষ টাকা।
Nayan Ghosh