যদি তদন্তে চিকিৎসায় গাফিলতির বিষয়টি উঠে আসে, তাহলে আবার রোগীর পরিবারের সঙ্গে বৈঠকে বসবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারা নিজেদের দাবিদাওয়া পেশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষের এই আশ্বাসের পর কিছুটা হলেও শান্ত হয়েছে সেখানকার অগ্নিগর্ভ পরিস্থিতি। বাড়ি ফিরেছেন মৃত রোগীর পরিবার পরিজনরা। জানা গিয়েছে, গত রবিবার পিত্তথলিতে পাথরের অস্ত্রপচারের জন্য দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হন অন্ডালের শীতলপুরের বছর ৩৫-র লক্ষী বাউরী। তারপর থেকেই ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ এ যাত্রায় প্রাণ রক্ষা ধর্ম ষাঁড়ের, দেড় মাস লাগাতার প্রয়াস ব্যবসায়ীদের
রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার ভুল ইনজেকশন দেওয়া হয়েছে। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি লক্ষী দেবীর। তারপর এদিন সকালে লক্ষ্মী দেবী মারা গিয়েছেন বলে পরিবারকে জানানো হয়। এই ঘটনার পরেই ওই রোগীর পরিবার-পরিজন এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালে সরব হয়েছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি।
Nayan Ghosh





