TRENDING:

Paschim Bardhaman News: রোগীর মৃত্যুতে ক্ষতিপূরণের আশ্বাসে উঠল হাসপাতালের বিক্ষোভ

Last Updated:

রোগী মৃত্যুর ঘটনায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সৃষ্টি হয়েছিল উত্তাল পরিস্থিতির। পরিস্থিতি সামাল দিতে আনা হয়েছিল কমব্যাট ফোর্স। মৃত রোগীর পরিবার-পরিজনসহ আত্মীয়রা বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগের আঙ্গুল তুলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : রোগী মৃত্যুর ঘটনায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সৃষ্টি হয়েছিল উত্তাল পরিস্থিতির। পরিস্থিতি সামাল দিতে আনা হয়েছিল কমব্যাট ফোর্স। মৃত রোগীর পরিবার-পরিজনসহ আত্মীয়রা বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগের আঙ্গুল তুলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। দিনভর চলেছে বিক্ষোভ। তারপর অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর পরিবারের সঙ্গে বৈঠক করেছে। আশ্বাস দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে আপাতত। তাছাড়াও পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
advertisement

যদি তদন্তে চিকিৎসায় গাফিলতির বিষয়টি উঠে আসে, তাহলে আবার রোগীর পরিবারের সঙ্গে বৈঠকে বসবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারা নিজেদের দাবিদাওয়া পেশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষের এই আশ্বাসের পর কিছুটা হলেও শান্ত হয়েছে সেখানকার অগ্নিগর্ভ পরিস্থিতি। বাড়ি ফিরেছেন মৃত রোগীর পরিবার পরিজনরা। জানা গিয়েছে, গত রবিবার পিত্তথলিতে পাথরের অস্ত্রপচারের জন্য দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক রোগী। স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হন অন্ডালের শীতলপুরের বছর ৩৫-র লক্ষী বাউরী। তারপর থেকেই ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ এ যাত্রায় প্রাণ রক্ষা ধর্ম ষাঁড়ের, দেড় মাস লাগাতার প্রয়াস ব্যবসায়ীদের

রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার ভুল ইনজেকশন দেওয়া হয়েছে। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি লক্ষী দেবীর। তারপর এদিন সকালে লক্ষ্মী দেবী মারা গিয়েছেন বলে পরিবারকে জানানো হয়। এই ঘটনার পরেই ওই রোগীর পরিবার-পরিজন এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালে সরব হয়েছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: রোগীর মৃত্যুতে ক্ষতিপূরণের আশ্বাসে উঠল হাসপাতালের বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল