আরও পড়ুন: মোবাইলের সন্ধানে দশম শ্রেণির ছাত্রীর দেহ তল্লাশি সহপাঠীদের, পূর্বস্থলীর স্কুলে ‘র্যাগিং’ বিতর্ক
উল্লেখ্য, চলতি বছরে ৩২ তম বর্ষে পদার্পণ করতে চলেছে ফুলঝোড় পুজো কমিটির দুর্গাপুজো। এই বিষয়ে পুজো কমিটির এক উদ্যোক্তা জানান, একটি দেশের এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানের সঙ্গে ধর্মের বিভেদ নয়, ধর্মের সঙ্গে বিজ্ঞানের হাত মিলিয়ে চলা উচিত। সেই বিষয়টি মণ্ডপের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন তাঁরা। একই সঙ্গে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা এবং প্রতিমা তৈরি করা হবে। তবে মণ্ডপে এসে আদতে দর্শনার্থীরা কী দেখতে পাবেন সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। তিনি জানান, ফুলঝোড় মণ্ডপে এসে এবারেও নতুনত্বের স্বাদ পাবেন শহরবাসী। তখনই তাঁরা এই থিমের গোটা বিষয়টি উপভোগ করতে পারবেন। তাই আপাতত গোটাটাই রহস্যে ঢেকে রাখতে চান উদ্যোক্তারা।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 8:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মিলন হবে দুর্গাপুরের এই মণ্ডপে