TRENDING:

West Bardhaman News: আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মিলন হবে দুর্গাপুরের এই মণ্ডপে

Last Updated:

আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মিলন, এমনই চমকপ্রদ থিম দেখা যাবে দুর্গাপুরের দুর্গাপুজোয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: শহর দুর্গাপুরে যতগুলি দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম ফুলঝোড় পুজো কমিটির দুর্গাপুজো। এই দুর্গাপুজোর মণ্ডপকে কেন্দ্র করে শহরবাসীর মনে আলাদা একটা আকাঙ্ক্ষা থাকে। ফুলঝোড় পুজো কমিটির মণ্ডপে গিয়ে নতুন কিছু দেখতে পাওয়া যাবে, এমনটাই প্রত্যাশা থাকে দুর্গাপুরবাসীর। মণ্ডপের মাধ্যমে বারবার শহরবাসীকে চমক দিতে চান এখানকার পুজো উদ্যোক্তারা। এবছরও চমক দেওয়ার জন্য তৈরি তারা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল মণ্ডপ তৈরির কাজ। যদিও থিম সম্পর্কে এখনই খোলসা করতে চাননি উদ্যোক্তারা। তবে তাঁরা জানিয়েছেন, আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের এক অপূর্ব মিলনক্ষেত্র হবে এই পুজো মণ্ডপ।
advertisement

আরও পড়ুন: মোবাইলের সন্ধানে দশম শ্রেণির ছাত্রীর দেহ তল্লাশি সহপাঠীদের, পূর্বস্থলীর স্কুলে ‘র‍্যাগিং’ বিতর্ক

উল্লেখ্য, চলতি বছরে ৩২ তম বর্ষে পদার্পণ করতে চলেছে ফুলঝোড় পুজো কমিটির দুর্গাপুজো। এই বিষয়ে পুজো কমিটির এক উদ্যোক্তা জানান, একটি দেশের এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানের সঙ্গে ধর্মের বিভেদ নয়, ধর্মের সঙ্গে বিজ্ঞানের হাত মিলিয়ে চলা উচিত। সেই বিষয়টি মণ্ডপের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন তাঁরা। একই সঙ্গে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা এবং প্রতিমা তৈরি করা হবে। তবে মণ্ডপে এসে আদতে দর্শনার্থীরা কী দেখতে পাবেন সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। তিনি জানান, ফুলঝোড় মণ্ডপে এসে এবারেও নতুনত্বের স্বাদ পাবেন শহরবাসী। তখনই তাঁরা এই থিমের গোটা বিষয়টি উপভোগ করতে পারবেন। তাই আপাতত গোটাটাই রহস্যে ঢেকে রাখতে চান উদ্যোক্তারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মিলন হবে দুর্গাপুরের এই মণ্ডপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল