আরও পড়ুন: মহালয়ার ভোর মানেই রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনা! হুজুগে বাঙালির দৌলতে চওড়া হাসি ওঁদের মুখে
স্থানীয় বাসিন্দা অনিমেষ মুখার্জি জানান, এটি গ্রামের সবচেয়ে প্রাচীন পুজো। তাঁদের জন্মের আগে থেকে এই পুজো চলে আসছে। এই পুজোর ইতিহাস তিনি সঠিকভাবে বলতে না পারলেও জানিয়েছেন, কৃষ্ণপক্ষের নবমী থেকে এই পুজো শুরু হয়ে যায়। চলে ১৫ দিন ধরে। ১৫ দিন ধরে হয় পুজোপাঠ, চন্ডীপাঠ ইত্যাদি। গ্রামের সকলেই এই পুজোর প্রতি শ্রদ্ধাবনত বলেও তিনি জানান।
advertisement
এই পুজোর পুরোহিত বিপদতারণ চ্যাটার্জি জানিয়েছেন, প্রায় পুজোটি পাঁচশো বছরের পুরনো। এটি একটি সাবেকি পুজো। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে। নিষ্ঠা ভরে এই পুজো করতে হয়। এটি তাদের কাছে কোনও উৎসব নয়। এটি শুধু তাদের কাছে পুজো। এই পুজোয় নবম্যাদি কল্পারম্ভ হয়। অর্থাৎ কৃষ্ণপক্ষের নবমী থেকে মহানবমী পর্যন্ত এই পুজো চলে। ভোগ হয়, আরতি হয়। দেবীপক্ষ শুধু হওয়ার আগে থেকেই গাড়ুই গ্রামের এই আদি দুর্গাপুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন স্থানীয় মানুষজন। এখানে দুর্গাপুজোর আনন্দ একটু বেশি উপভোগ করতে পারেন গ্রামবাসীরা।
নয়ন ঘোষ