আর সেজন্যই কার্তিক পূর্ণিমায় নদী ঘাটে প্রচুর সংখ্যক পুণ্যার্থীদের স্নান করতে ভিড় লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, যেহেতু পুণ্যার্থীদের ব্যাপক ভিড় নদী ঘাটে হয়েছিল, সেজন্য প্রশাসনের তরফ থেকেও সতর্ক পদক্ষেপ লক্ষ্য করা গিয়েছে। এদিন নদী ঘাটে মোতায়েন করা হয়েছিল সিভিল ডিফেন্সের কর্মীদের। পাশাপাশি হাজির ছিলেন সিভিক ভলান্টিয়াররা। স্নান করার সময় যদি কোনওভাবে কেউ নদীতে ডুবে যান, তৎক্ষণাৎ তাদের রক্ষা করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের কুলটির বরাকর নদী ঘাটে মোতায়েন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ পায়ে পায়ের যুদ্ধে মেতে উঠল শহর দুর্গাপুর!
পাশাপাশি রাখা হয়েছিল লাইফ সেভিং বোট, জ্যাকেট ইত্যাদি। তাছাড়াও সিভিক ভলান্টিয়ারদের টহলদারি লক্ষ্য করা গিয়েছে সেখানে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে নদী ঘাটের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক পোস্টার লাগানো হয়েছিল। দেওয়া হয়েছিল ব্যারিকেড। পাশাপাশি গভীর জলে না যাওয়ার জন্য আবেদন করে মাইকিং করা হয়েছে। সব মিলিয়ে এদিন কার্তিক পূর্ণিমায় যেমন প্রচুর পরিমাণ পুণ্যার্থীদের ভিড় ছিল, তেমনি ছিল প্রশাসনের সতর্কতামূলক পদক্ষেপ।
Nayan Ghosh