TRENDING:

Paschim Bardhaman News: কার্তিক পূর্ণিমায় স্নানের ভিড় বরাকর নদীতে, সতর্ক পুলিশ

Last Updated:

কার্তিক পূর্ণিমায় স্নান করতে বহু সংখ্যক মানুষের সমাগম দেখা গেল কুলটির বরাকর নদীতে। ধর্মীয় রীতি অনুযায়ী এদিন নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এদিন ব্যাপক পরিমাণ ভিড় লক্ষ্য করা গিয়েছে কুলটির বরাকর নদী ঘাটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলটি : কার্তিক পূর্ণিমায় স্নান করতে বহু সংখ্যক মানুষের সমাগম দেখা গেল কুলটির বরাকর নদীতে। ধর্মীয় রীতি অনুযায়ী এদিন নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এদিন ব্যাপক পরিমাণ ভিড় লক্ষ্য করা গিয়েছে কুলটির বরাকর নদী ঘাটে। পূর্ণ অর্জন এবং পাপ মোচনের আশায় এদিন পুণ্যার্থীদের ব্যাপক ভিড় ছিল স্নানের জন্য। কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমাতে গঙ্গাস্নান বা নদীতে স্নান করার রেওয়াজ প্রচলিত রয়েছে। তাছাড়াও চলতি বছরে রাস পূর্ণিমার দিনেই রয়েছে চন্দ্রগ্রহণ। ফলে এই তিথি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে পুণ্যার্থীদের কাছে।
advertisement

আর সেজন্যই কার্তিক পূর্ণিমায় নদী ঘাটে প্রচুর সংখ্যক পুণ্যার্থীদের স্নান করতে ভিড় লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, যেহেতু পুণ্যার্থীদের ব্যাপক ভিড় নদী ঘাটে হয়েছিল, সেজন্য প্রশাসনের তরফ থেকেও সতর্ক পদক্ষেপ লক্ষ্য করা গিয়েছে। এদিন নদী ঘাটে মোতায়েন করা হয়েছিল সিভিল ডিফেন্সের কর্মীদের। পাশাপাশি হাজির ছিলেন সিভিক ভলান্টিয়াররা। স্নান করার সময় যদি কোনওভাবে কেউ নদীতে ডুবে যান, তৎক্ষণাৎ তাদের রক্ষা করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের কুলটির বরাকর নদী ঘাটে মোতায়েন করা হয়েছিল।

advertisement

আরও পড়ুনঃ পায়ে পায়ের যুদ্ধে মেতে উঠল শহর দুর্গাপুর!

পাশাপাশি রাখা হয়েছিল লাইফ সেভিং বোট, জ্যাকেট ইত্যাদি। তাছাড়াও সিভিক ভলান্টিয়ারদের টহলদারি লক্ষ্য করা গিয়েছে সেখানে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে নদী ঘাটের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক পোস্টার লাগানো হয়েছিল। দেওয়া হয়েছিল ব্যারিকেড। পাশাপাশি গভীর জলে না যাওয়ার জন্য আবেদন করে মাইকিং করা হয়েছে। সব মিলিয়ে এদিন কার্তিক পূর্ণিমায় যেমন প্রচুর পরিমাণ পুণ্যার্থীদের ভিড় ছিল, তেমনি ছিল প্রশাসনের সতর্কতামূলক পদক্ষেপ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: কার্তিক পূর্ণিমায় স্নানের ভিড় বরাকর নদীতে, সতর্ক পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল