আরও পড়ুন: রিয়েলিটি শো’র মহাসমুদ্রের ভয় কাটাতে জেলায় বিশেষ উদ্যোগ
দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর পুরসভা। ওই ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যেই বুধবার ৫০০টি মশারি বিলি করা হয়।
সোমবার পর্যন্ত দুর্গাপুরে মোট ৫০ জন ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। যার সিংহভাগই ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকার। মঙ্গলবার আবার নতুন করে ১১ জনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, নতুন করে আরও ৩২ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আশঙ্কা তার মধ্যে অনেকেই ডেঙ্গি আক্রান্ত হয়ে থাকতে পারেন। এদিকে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গি আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে উঠছেন।
advertisement
শহরে একসঙ্গে এতোজনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবরে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, পুরসভার ব্যর্থতার জন্যই ডেঙ্গি দুর্গাপুরে ভয়াবহ আকার ধারণ করেছে। একইসঙ্গে মশারি বিতরণ কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা। তাঁরা বলছেন, খবরে আসার জন্যই এমন কর্মসূচি। যদি আগেভাগে পদক্ষেপ করা হতো তবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না বলে দাবি করেছেন তাঁরা।
নয়ন ঘোষ