আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতাকে একবার অন্তত চোখের দেখা দেখতে চান ‘সেঞ্চুরিয়ান’ হরিমতি!
গাড়ুই নদী আসানসোল শহরের নিকাশি ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। তবে গাড়ুই নদীর দুই পাড় আবর্জনায় পরিপূর্ণ। নদী-গর্ভ অনেকটা সঙ্কীর্ণ হয়ে গিয়েছে দখলদারদের উৎপাতে। যদিও পুরনিগমের তরফ থেকে গত বছর মেশিন নামিয়ে ড্রেজিং করানো হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের একই অবস্থায় এসে দাঁড়িয়েছে গাড়ুই। নদীর দুই পাড়ের আবর্জনা এবং নদীতে জমা জলে ডেঙ্গি বাহিত মশার লার্ভা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। আর এমনটা হলে নদীর দুই পাড়ে বসবাস করা মানুষজন ব্যাপকভাবে আক্রান্ত হতে পারেন এই মশাবাহিত রোগ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তাই দ্রুত এই নদীটি সাফ করার দাবি উঠছে।
advertisement
এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, নদী পরিষ্কার করানোর উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পরিষ্কার করানোর কাজ শুরু হয়েছে। তবে যেহেতু নদীর পাড়ে অবস্থিত বসতি এলাকায় ছোট ছোট গলি আছে, ফলে সেখান থেকে আবর্জনা বের করে নিয়ে আসতে কিছুটা সমস্যা হচ্ছে। অন্যদিকে তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সাধারণ মানুষকেও নজর দিতে হবে। তাদেরকেও সতর্ক থাকতে হবে। পুরনিগমের পাশাপাশি যদি শহরবাসীও সতর্ক হতে পারেন তাহলে এই পরিস্থিতি থেকে দ্রুত রেহাই মিলবে।
নয়ন ঘোষ