ওই গাড়িটিতে করে দুটি গরু পাচার করা হচ্ছিল। গাড়িটিকে নাকা চেকিং এর সময় দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তখনই ওই গাড়িটিতে তল্লাশি চালাতে চান জামুরিয়া থানার কর্তব্যরত পুলিশকর্মীরা।
আরও পড়ুন Nadia News: পুলিশের ঘরেই চোর! নিজের ঘর রক্ষা করতে পারল না পুলিশ
অন্যদিকে পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির চালক রাস্তা থেকে লোকালয়ে ঢুকে পড়েন।তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। বিকট শব্দ শুনে আশপাশের সমস্ত মানুষ জন রাস্তায় বেরিয়ে চলে আসেন। ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছে যান পুলিশ কর্মীরাও। এরপর ওই পাচারকারী গাড়ির চালককে আটক করে গ্রেফতার করা হয়েছে।
advertisement
অন্যদিকে গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহস্থের বাড়ির দেওয়াল। বাড়ির মালিক জানিয়েছেন, রাতের দিকে তারা বাড়িতে শুয়ে ছিলেন। তার মধ্যেই হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান তারা। বাড়িটি কেঁপে ওঠে। তখনই তারা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। এসে দেখতে পান, একটি পিকআপ ভ্যান বাড়ির দেওয়ালে ধাক্কা মেরেছে। ওই গাড়িতে দুটি জার্সি গরুকে পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই গরু পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে, তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।
Nayan Ghosh