TRENDING:

West Burdwan News : পুলিশের তাড়া খেয়ে মহাবিপদে গরু পাচারকারী

Last Updated:

ঘনবসতিপূর্ণ এলাকার সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। ওই গাড়িটিতে করে দুটি গরু পাচার করা হচ্ছিল। গাড়িটিকে নাকা চেকিং এর সময় দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশ কর্মীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান: পুলিশের তাড়া খেয়ে গৃহস্থের বাড়িতে সজোরে ধাক্কা মারল গরু পাচারকারী একটি গাড়ি। গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে আঘাতপ্রাপ্ত হয়েছেন পাচারকারী গাড়ির চালক। জামুরিয়া থানার পুলিশের কবল থেকে বাঁচতে লোকালয়ে ঢুকে পড়ে গাড়িটি। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকার সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে।
advertisement

ওই গাড়িটিতে করে দুটি গরু পাচার করা হচ্ছিল। গাড়িটিকে নাকা চেকিং এর সময় দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তখনই ওই গাড়িটিতে তল্লাশি চালাতে চান জামুরিয়া থানার কর্তব্যরত পুলিশকর্মীরা।

আরও পড়ুন Nadia News: পুলিশের ঘরেই চোর! নিজের ঘর রক্ষা করতে পারল না পুলিশ

অন্যদিকে পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির চালক রাস্তা থেকে লোকালয়ে ঢুকে পড়েন।তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। বিকট শব্দ শুনে আশপাশের সমস্ত মানুষ জন রাস্তায় বেরিয়ে চলে আসেন। ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছে যান পুলিশ কর্মীরাও। এরপর ওই পাচারকারী গাড়ির চালককে আটক করে গ্রেফতার করা হয়েছে।

advertisement

View More

অন্যদিকে গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহস্থের বাড়ির দেওয়াল। বাড়ির মালিক জানিয়েছেন, রাতের দিকে তারা বাড়িতে শুয়ে ছিলেন। তার মধ্যেই হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান তারা। বাড়িটি কেঁপে ওঠে। তখনই তারা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। এসে দেখতে পান, একটি পিকআপ ভ্যান বাড়ির দেওয়ালে ধাক্কা মেরেছে। ওই গাড়িতে দুটি জার্সি গরুকে পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই গরু পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে, তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : পুলিশের তাড়া খেয়ে মহাবিপদে গরু পাচারকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল