অভিযোগ উঠেছে, নিরাপত্তা রক্ষীদের দিকে কয়লা চোরদের দল ইট ছুঁড়তে শুরু করে। তখনই নিজেদের সুরক্ষার জন্য গুলি ছোঁড়া হয়েছে বলে দাবি।জওয়ানদের গুলিতে মোট ছ'জন আহত হয় বলে খবর। ঘটনার পর মৃতদের পরিবারের তরফে বিক্ষোভ শুরু করা হয়। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী।
রবিবারের রাতে সিআইএসএফ ও কয়লা চোরদের মধ্যে এই সংঘর্ষে ছ' জনের গুলি লাগে। তাদের মধ্যে চার জনের মৃত্যু ঘটনাস্থলে হয়েছে বলে সূত্রের খবর। বাকি দুজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার খবর পেয়ে SDM, SDPO সহ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। সিআইএসএফ জওয়ানরা বিশাল সংখ্যায় মোতায়েন রয়েছেন। আর এই ঘটনায় মৃতের আত্মীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
advertisement
এদিন, বাগমারা থানার অন্তর্গত বিসিসিএল ব্লক দুই এলাকার বেনিডিহ কেসিসি প্রধান সাইডিংয়ে কয়লা চোর এবং সিআইএসএফ-এর মধ্যে একটি গুলির লড়াই হয়েছে। সেখানেই চার জনের মৃত্যু হয়েছে। আর আহত দুজনকে রাঁচিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক ডজন বাইক বাজেয়াপ্ত করেছে সিআইএসএফ।
সূত্রের খবর, বাইকে করে কয়েক ডজন কয়লা চোর KKC প্রধান সাইডিংয়ে পৌঁছেছিল। তখনই সিআইএসএফ জওয়ান ও কয়লা চোরদের মধ্যে সংঘর্ষ হয়। নিহত চারজনই স্থানীয় গ্রামাঞ্চলের বলে জানা গিয়েছে। মৃত চারজনের মধ্যে রয়েছেন প্রীতম চৌহান, সাহাজাদা আনসারি, আলতাফ আনসারি, সুরজ চৌহান। ইতিমধ্যে, গ্রামবাসীদের হট্টগোল এড়াতে সিআইএসএফ কয়লা চোরদের মৃতদেহগুলিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে নিহতের পরিবার পরিজন ঘটনার তদন্তের দাবি তুলেছেন।
Nayan Ghosh