গাড়ির ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় আসানসোলের শীতলা মোড় অবরোধ করেন এলাকাবাসী। যার জেরে প্রবল গরমে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় পথচারীদের। বিক্ষোভকারীরা দাবি তোলেন, মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি শীতলা মোড়ের কাছে আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: মনসা মেলার জন্য খড়গপুর ডিভিশনে ট্রেন চলাচলে বেশ কিছু পরিবর্তন
advertisement
এদিকে ট্রাফিক পুলিশদের নিয়েও খুশি নয় এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, শীতলা মোড়ের মত ব্যস্ত এলাকায় সবসময় ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না। আর দেখা পাওয়া গেলেও তাঁরা ফোনের দিকে তাকিয়ে বসে থাকেন। ফলে রাস্তা পারাপারের সময় খুব কম সংখ্যক মানুষ তাঁদের সহযোগিতা পান।
মাসখানেক আগেই ওই শিশুটির বাবা মারা যান। তিন মেয়ে ও ছোট পুত্র সন্তানকে কোনরকমে মানুষ করছিলেন মা। কিন্তু তারও মর্মান্তিক মৃত্যু হওয়ায় মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবারটি। এই অবস্থায় ক্ষতিপূরণ পেলে পরিবারটি বেঁচে যাবে বলে এলাকার মানুষের দাবি। এই দুর্ঘটনার পরই এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ শুরু হওয়ার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর। পরে আলাপ আলোচনার পর স্থানীয়রা অবরোধ তুলে নেন।
নয়ন ঘোষ