TRENDING:

Durga Puja 2023: মহালয়ার আগেই পুজোর ঢাকে কাঠি! এই জেলার ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী

Last Updated:

মহালয়ার আগেই শুরু হয়ে গেল দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি একের পর এক পুজোর উদ্বোধন করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: রাত পোহালেই মহালয়া। তবে তার আগেই কার্যত পুজো শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমান জেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দর্শকদের জন্য খুলে গেল জেলার ৩০ টির বেশি পুজো মণ্ডপ। কলকাতার কালীঘাটের বাড়িতে বসে ভার্চুয়ালি জেলার ৩০ টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
advertisement

আরও পড়ুন: পুলিশকর্মীর অবাক নেশা, জানলে চমকে উঠবেন

এমনিতেই এ বছর পুজো অনেকটা দেরিতে। ফলে অপেক্ষা বাড়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি মহালয়ার আগেই পুজোর উদ্বোধন করে দেওয়ায় সেই অপেক্ষার অবসান হল বলা চলে। আর প্রথম দিন থেকেই ভিড় হতে শুরু করেছে দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন পুজো মণ্ডপে।

advertisement

View More

মহালয়ার দু’দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার বিভিন্ন পুজোর ভার্চুয়ালি উদ্বোধন শুরু করেন। সব মিলিয়ে আটশোর বেশি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলাতেও একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় প্রায় ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন তিনি। যার মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল এবং কাঁকসার বিভিন্ন বড় পুজো।

advertisement

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে যাওয়ার ফলে ইতিমধ্যেই বড় বড় মণ্ডপগুলিতে আনাগোনা শুরু হয়েছে দর্শকদের। সমস্ত বড় বড় মণ্ডপগুলিতে প্রতিমা এবং মণ্ডপ দেখার জন্য মানুষজন আগে থাকে চলে আসছেন। কারণ পুজোর চার দিন এই মণ্ডপগুলিতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়। তখন মন্ডপ ভালোভাবে উপভোগ করা যায় না। তাই ফাঁকায় থাকায় আশপাশের মন্ডপগুলি আগে থেকে দেখে রাখতে চাইছেন মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভ্রাতৃদ্বিতীয়ায় গাছের কপালে ফোঁটা! হাওড়ায় পালিত হল ২০ বছরেরও বেশি প্রাচীন প্রথা
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja 2023: মহালয়ার আগেই পুজোর ঢাকে কাঠি! এই জেলার ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল