পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাকোলা কমিউনিটি হলে আইন এবং বিচার সংক্রান্ত একটি আলোচনা সভা আয়োজিত হয়। সেখানে আমন্ত্রিত হয়ে আসেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অরিন্দম মুখার্জি এবং শহিদুল্লাহ মুন্সি। এছাড়াও হাজির ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক, জেলা আদালতের বিচারকরা। ভারতবর্ষের মত বৃহৎ দেশে আইন সম্পর্কে বেশিরভাগ মানুষের ধারণা কম। কিন্তু প্রয়োজনে কীভাবে আইনি সাহায্য পাওয়া যাবে, কীভাবে যেতে হবে আদালতের দরজায়, একজন সাধারণ নাগরিকের কী কী আইনি অধিকার আছে ইত্যাদি বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত রাখেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি।
advertisement
আরও পড়ুন: নদীর ভেঙে যাওয়া গার্ডওয়াল সারাই শুরু হওয়ায় খুশি ঝালদার মানুষ
বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে পাণ্ডবেশ্বরে আইন সংক্রান্ত এই আলোচনাসভা আয়োজিত হয়। সেখানে হাজির ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। তিনি এই ধরনের আলোচনাসভা আয়োজনের দরকার আছে বলে মন্তব্য করেন। পাশাপাশি উদ্যোক্তাদের ভুয়োসী প্রশংসা করেন।
নয়ন ঘোষ





