এই ঘটনায় তুমুল চর্চা শুরু হয়েছে আসানসোলে। স্থানীয় মানুষের অভিযোগ করছেন, যদি প্রশাসন আরও তৎপর হত, তাহলে হয়তো বা প্রাণ যেত না একটি তরতাজা যুবকের।
পাশাপাশি গাড়ুই এরমতো একটি ছোট নদী থাকে দেহ উদ্ধার করতে কেন দীর্ঘ ২১ ঘন্টা সময় লাগলো, সে বিষয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। একই সঙ্গে অনেকেই বলছেন, যদি গাড়ুই নদী সংস্কার করা হত বা নদীর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দেওয়া হত তাহলে হয়তো এমন দুর্ঘটনা হত না।
advertisement
আবার একাংশ প্রশ্ন তুলছেন, স্থানীয় মানুষজনের সচেতনতা নিয়ে। অনেকেই বলছেন, গাড়ুই নদীতে অনেকেই নিয়ম মানেন না। স্নান করতে নেমে গভীরে চলে যান অনেকে। স্নান করতে নেমে চলে দাপাদাপি। তখনই দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
যদি স্নান করতে নেমে স্থানীয়রা সচেতন থাকেন, তাহলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটা কমতে পারে। অন্যদিকে স্নান করতে নেমে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার পরিবার ও এলাকায়। ২১ ঘণ্টা পরে উদ্ধারকারী দলের সদস্যরা মোঃ আকিবের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
Nayan Ghosh