West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
আরও পড়ুন: অমাবস্যার ভরা কোটালে অস্থায়ী বাঁধ ভাঙার আশঙ্কায় গ্রামের মানুষ
পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ লগ্নে বিজেপি সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ যেভাবে করেছে তা নজর কেড়েছে অনেকের। এই অভিনব প্রচারে অংশ নেওয়া ঘেরুয়া শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। অথচ রাজ্যের বিভিন্ন সীমানার বাইরে সবজি ভর্তি ভিন রাজ্যের ট্রাক দাঁড়িয়ে আছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে অজুহাত করে কোনও ট্রাক বাংলায় ঢুকতে দিচ্ছে না প্রশাসন। এরফলে বাজারে কাঁচা আনাজের যোগান কমে গিয়ে আরও দাম বাড়ছে।
advertisement
যদিও শেষ বেলার প্রচারে বিজেপির এই অভিনব কৌশলকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। উল্টে শাসকদল দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রের দিকে আঙুল তুলেছে। তৃণমূলের বক্তব্য, কেন্দ্র লাগাতার জ্বালানির দাম বাড়ানোর কারণেই সমস্ত জিনিসের দাম বাড়ছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়েছে। তাই ব্যবসায়ীরা অন্যান্য দ্রব্যের দাম বাড়িয়ে সেই খরচ তোলার চেষ্টা করছেন। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের শেষ বেলার প্রচারে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে গিয়ে দাঁড়াল সেই চিরাচরিত দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যু।
নয়ন ঘোষ