আসানসোলের পাঁচগেছিয়া মোড় এলাকার বাসিন্দা মিলন দাস। মা রেলে চাকরি করতেন। অবসরের পর সেই টাকা দিয়ে কোনওরকমে চলছিল সংসার। ভাগ্য পরীক্ষার জন্য প্রায় দিনই তিনি কাটতেন লটারি। তবে ভাগ্যে জুটে ছিল ছোটখাটো পুরস্কার। কিন্তু জানতেন না এই লটারি তাকে একদিন কোটিপতি বানিয়ে দিতে পারে।
রাজ্য সরকার অনুমোদিত একটি লটারির ৫০ সেমের একটি টিকিট কাটেন তিনি। রাতের খেলা হওয়ার পর জানতে পারেন, তিনি অর্জন করেছেন লটারির প্রথম পুরস্কার অর্থাৎ এক কোটি টাকা। তারপরেই খুশিতে মাতোয়ারা হয়ে ওঠেন মিলন বাবু এবং তার পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় থানাতেও। জানা গিয়েছে স্থানীয় এক লটারি বিক্রেতা উত্তম বাউরির কাছে ৩০০ টাকা দিয়ে লটারি টিকিট কেটেছিলেন মিলন বাবু। সেই টিকিট হয়েছে ভাগ্য বদল। এবার স্বপ্নপূরণের লক্ষ্য নিয়েছেন লটারিতে কোটি টাকা জয় করা মিলন দাস।
advertisement
Nayan Ghosh